Saturday, January 10, 2026

বিজ্ঞাপনে বানান ভুল! মোদি সরকারকে ‘বর্ণপরিচয়’ পড়তে বলে খোঁচা তৃণমূলের

Date:

Share post:

বাংলার বঞ্চনার প্রতি নজর নেই। ভোটের আগে বঙ্গে ডেইলি প্যাসেঞ্জার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার, প্রধানমন্ত্রীর নদিয়া (Nadia) সফরে বেশি আলোচনায় এলো বিজ্ঞাপনের ‘বানান বিভ্রাট’। খবরের কাগজের পাতায় কেন্দ্রীয় সরকারি বিজ্ঞাপনে (Advertisement) গুচ্ছ বানান ভুল। আর এই সুযোগ হাতছাড়া না করে কড়া ভাষায় মোদি সরকারকে কটাক্ষ করেছে  তৃণমূল (TMC)।

এদিন নদিয়ায় কুয়াশার কারণে নামতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তবে, সকালে সভার প্রচারের জন্যে ঘটা করে বিজ্ঞাপন প্রকাশিত হয় সংবাদপত্রে। দেখা যায়, তাতে গুচ্ছ বানান ভুল। তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভুলগুলি লাল কালিতে গোল করে চিহ্নিত করে পোস্ট করা হয়।

বিজ্ঞাপনে (Advertisement) ‘আশীর্বাদ’, ‘হ্রাস’, ‘পাশাপাশি’ এবং ‘উপস্থিতি’-র মতো সাধারণ শব্দগুলিও ভুল বানানে লেখা হয়েছে। এই বানান বিপর্যয়কে হাতিয়ার করে আসরে নামে রাজ্যের শাসকদল। কটাক্ষ করে তৃণমূল লেখে, “আগে বর্ণপরিচয় পড়ুন“।  তৃণমূলের পক্ষ থেকে খোঁচা দিয়ে লেখা হয়, “বিজ্ঞাপনের জন্য বিজেপির (BJP) টাকার অভাব হয় না, কিন্তু সেই টাকার সামান্য অংশ যদি বাংলা বানান শেখার পিছনে  খরচ করা হতো, তবে অন্তত প্রাথমিক বানানগুলি ভুল হতো না।” তৃণমূল এই ঘটনাকে বিজেপির ‘অশিক্ষা’ এবং ‘বাংলার সংস্কৃতির সঙ্গে দূরত্বের’ প্রমাণ হিসেবে তুলে ধরেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলা বা ‘বন্দে মাতরম’-কে ‘বন্দে ভারত’ বলে গুলিয়ে ফেলার প্রসঙ্গ টেনে এনে বিজেপিকে ‘সাংস্কৃতিক অশিক্ষিত’ বলেও তোপ দেগেছে ঘাসফুল শিবির।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...