Sunday, December 21, 2025

উর্দি গায়ে প্রতিবাদী শাশ্বত, আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশ্যে ‘হোক কলরব’ মোশন পোস্টার 

Date:

Share post:

দৃপ্ত চোখ, হাতে জ্বলন্ত বোতল। রাজ চক্রবর্তীর ছবিতে ফের পুলিশ অফিসারের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। তবে কোনও ‘প্রলয়’ নয়, বরং আন্দোলনের প্রেক্ষাপটে ‘হোক কলরব’ (Hok Kolorob) শব্দবন্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু। কারণটা অবশ্য বিধায়ক – পরিচালকের কাজকর্মেই স্পষ্ট। আসলে শনিবার নিজের আগামী ছবির মোশন পোস্টার প্রকাশ করেছেন রাজ। যেখানে প্রতিবাদী শব্দবন্ধের সঙ্গে আন্দোলনের প্রেক্ষাপট মিলেমিশে একাকার। উর্দিধারী পুলিশ কি সবটা সামাল দিতে পারবে? উত্তর মিলবে আগামী ২৩ জানুয়ারি ২০২৬- এ। বড়পর্দায় সেদিন মুক্তি পাবে ‘হোক কলরব’।

আজ থেকে প্রায় এগারো বছর আগে শহরের নামী শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল ছাত্রছাত্রী থেকে আমজনতা ও তারকারা। আন্দোলনের আবহাওয়ায় মহানগরীর বুকে জন্ম নিয়েছিল নতুন শব্দ ‘হোক কলরব’। এবার তাকেই নতুন সিনেমায় ব্যবহার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এই ছবির ঘোষণা থেকে দর্শকদের মনে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। শনিবার মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই আগ্রহ বেড়েছে। সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে পরিচালক লেখেন, ‘ছাত্রসমাজ না পুলিশ? নায়ক না খলনায়ক? আন্দোলন না আপোষ? নাকি… ‘হোক কলরব’!’ শোনা যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে এই ছবি নির্মিত হচ্ছে। শুটিং পর্ব প্রায় শেষ। শাশত ছাড়াও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জন ভট্টাচার্য, ওম সাহানিদের এ ছবিতে দেখা যাবে। প্রথম ঝলক থেকে স্পষ্ট যে একশন নির্ভর এই ছবিতে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করবেন রাজ। এখন তিনি কতটা সফল হন বা এই সিনেমাকে ঘিরে কোনও বিতর্ক তৈরি হয় কিনা এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

একলাফে নামল পারদ, আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন! 

উষ্ণতার গ্রাম সামান্য উর্ধ্বমুখী হতেই শীতের আমেজ থেকে বঞ্চিত হতে হয়েছিল দক্ষিণবঙ্গবাসীকে। শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭...

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ...

‘এ জন্মেই পুনর্জন্ম’, উৎপল সিনহার কলম

ক্রুর ঝড় থেমে গ্যাছে , এখন আকাশ বড় নীল। গাছের সবুজ পাতা কেঁপে কেঁপে অত্যন্ত সুসম বিন্যাসে আবার...

১৭ বছর বয়সেই রঞ্জিতে হাজার রানের মাইলস্টোন, ভারতীয় ক্রিকেটের ধ্রুবতারা পাণ্ডোভ

ভারতের জনবহুল দেশে ক্রিকেট প্রতিভার অভাব নেই। অনেক প্রতিভা সঠিক ভাবে বিকশিত হয়ে জাতীয় দলের জার্সিতে দেশকে গর্বিত...