Monday, December 22, 2025

দিঘা-দার্জিলিংকে টেক্কা দিতে পর্যটনের নতুন ‘হটস্পট’ ঝাড়গ্রাম

Date:

Share post:

শীতের আমেজে দিঘা-দার্জিলিংকে টেক্কা দিতে তৈরি জঙ্গলমহল। এখন বাঙালির ডেস্টিনেশনের তালিকার শুরুতেই উঠে এসেছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) স্বপ্নের জেলা ঝাড়গ্রামের নাম। বড়দিন আর নতুন বছরের আগে শাল-পিয়ালের জঙ্গলমহল এখন পর্যটকদের ভিড়ে গমগম করছে। সব মিলিয়ে ঝাড়গ্রাম যেন এখন উৎসবের মেজাজে।

বছরের শেষ ক’টা দিন শান্তিতে কাটাতে ভিড় জমছে অরণ্যসুন্দরী ঝাড়গ্রামে। আগামী ১ জানুয়ারি পর্যন্ত জেলার অধিকাংশ হোটেল এবং হোম-স্টেতে ‘হাউসফুল’ বোর্ড ঝুলে গিয়েছে বলে জানিয়েছেন বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র। ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিনশো থাকার জায়গা থাকলেও, এখন একটি ঘর পাওয়াও দুষ্কর। পর্যটন ব্যবসায়ীদের দাবি, পর্যটকদের এমন ঢল আগে কখনও দেখা যায়নি। বিশেষ করে বেলপাহাড়ির মতো পাহাড়ি এলাকায় কয়েক হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এবার ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে নতুন চমক হিসেবে আলিপুর থেকে আনা হচ্ছে তিনটি কুমির। পর্যটকদের বাড়তি চাপের কথা মাথায় রেখে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চিড়িয়াখানা প্রতিদিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। এছাড়া কুয়াশা ঘেরা জঙ্গলে পর্যটকদের কাছে আরেক চমক জঙ্গলমহলের পুরোনো ও অনন্য এক স্বাদ বাঁশপোড়া চিকেন। হাড়কাঁপানো ঠান্ডার জন্যে রয়েছে ক্যাম্প ফায়ার সঙ্গে আড্ডা ও গান। আরও পড়ুন: ১৬ বছরের দাম্পত্য জীবন ভাঙল নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্করের

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও বন দফতর  বিশেষ তৎপর। প্রতিটি দর্শনীয় স্থানে পুলিশের কড়া টহলদারি চলছে। পর্যটকদের যেকোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে খুব শীঘ্রই চালু হতে চলেছে বিশেষ হেল্পলাইন নম্বর। আলোয় সাজানো শহর আর প্রকৃতির নিবিড় ছোঁয়া—সব মিলিয়ে শীতের ঝাড়গ্রাম এখন পর্যটকদের কাছে এক টুকরো স্বর্গ। জঙ্গলমহলের এই নতুন রূপ রাজ্যের পর্যটন শিল্পে এক নতুন দিক খুলে দিচ্ছে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে বিপত্তি! মেরি ভিলায় লাইনচ্যুত স্টিম ইঞ্জিন 

দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইডে অপ্রত্যাশিত বিপত্তি! সোমবার দুপুর প্রায় ৩টে নাগাদ দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুমের দিকে...

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনে দোষী ১৩ জন ! মঙ্গলবার সাজা ঘোষণা 

সামশেরগঞ্জে বাবা–ছেলে খুনের ঘটনায় সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা...

ক্লাব জোট ইস্যুতে বিস্ফোরক শীর্ষকর্তা, সাফজয়ী দলের জন্য বড় ঘোষণা

আইএসএল(ISL) নিয়ে সংকটের মধ্যেই ক্লাব জোটের দাবি খারিজ করে দিয়েছে ফেডারেশন। এবার ক্লাব জোটে সই না করা নিয়ে...

নদিয়ার হরিণঘাটায় চালু ‘বাংলার ডেয়ারি’-র অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র 

নদিয়ার হরিণঘাটায় উদ্বোধন হল ‘বাংলার ডেয়ারি’-র নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রের। বৃহস্পতিবার বিজনেস অ্যান্ড...