Monday, January 12, 2026

ভারতের নীরবতার পাল্টা চাপ! সম্পর্কে ‘টানাপোড়েন’ জোর গলায় জানালো বাংলাদেশ

Date:

Share post:

ভারতের সঙ্গে বর্তমান বাংলাদেশ সরকারের সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না, মেনে নিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ভারত বিরোধিতায় সাম্প্রতিক সময়ে যে সব ঘটনা ঘটছে, তাতে যে সরকারি ইন্ধন রয়েছে, কার্যত তা-ই স্বীকার করে নিল বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার (interim government)। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে জমায়েতের উত্তর দাবি করলেও চট্টগ্রামে (Chittagong) ভারতীয় অ্যাসিস্টেন্ট হাই কমিশনার (Assistance High Commission) দফতরে পাথর ছোঁড়ার কোনও উত্তর দিতে পারল না বাংলাদেশ।

বাংলাদেশে ভারতের একাধিক হাই কমিশন দফতরে হামলা হলেও তিন দিন নীরব ভারত সরকার। রবিবার বাংলাদেশের চাপে পড়ে একটি বিবৃতি জারি করা হয়। কার্যত মোদি সরকারের বিদেশ মন্ত্রকের বিবৃতি এতই দুর্বল ছিল যার পাল্টা সুর চড়াতে ছাড়েনি বাংলাদেশ। দাবি করা হয়েছে, বাংলাদেশে দিল্লির হাই কমিশনের (Bangladesh High Commission) ঘটনায় কোনও বিভ্রান্তিমূলক প্রচার হয়নি। সেই সঙ্গে দিল্লিতে যা হয়েছে, তাতে ভারত সরকারকেই কার্যত দায়ী করা হয়েছে।

এর পাশাপাশি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের (foreign affairs) উপদেষ্টা তৌহিদ হোসেন (Touhid Hossain) যে বিবৃতি দেন, তাতে স্পষ্ট জানান, এই বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে—আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত টানাপোড়েন তো আছেই ভারতের সঙ্গে। সেই সঙ্গে দুই দেশের সম্পর্কের উন্নতিতে বাধা হিসাবে ভারতকেই কার্যত দায়ী করেন তিনি।

আরও পড়ুন : হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দা দীপু চন্দ্র দাসের নৃশংস গণপিটুনি ও দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের (minority) মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল ভারতের বিদেশ মন্ত্রক। পাল্টা বাংলাদেশের উপদেষ্টা দাবি করেন, এই ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ এমন নয়। এই অঞ্চলের অনেক দেশেই এমন ঘটনা ঘটে। সেক্ষেত্রে সব দেশই যথাযথ পদক্ষেপ নেয়। বাংলাদেশও তেমন নিয়েছে। কার্যত ভারতে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে নাম না উল্লেখ করে সরব বাংলাদেশ।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...