সদ্য টি২০ দল থেকে বাদ পড়েছেন, ফর্মে ফিরতে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন শুভমান গিল(Shubman Gill)। বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার আসন্ন বিজয় হাজারেতে(Vijay Hazare) খেলবেন গিল।
নিজের রাজ্য দল পঞ্জাবের হয়ে খেলবেন গিল(Shubman Gill)।দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটে রান না থাকা এবং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় শুভমানকে। মাঠের পারফরম্যান্স খারাপ হওয়ায় টি২০ বিশ্বকাপের দল থেকে বাজ পড়েছেন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে তিনি বেছে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চ ‘বিজয় হাজারে ট্রফি’-কে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে গিলের ব্যাট কথা বলেনি। তিন ম্যাচে মাত্র ৩২ রান আর ১০.৬৬ গড়—এমন পরিসংখ্যান গিলের নামের সাথে ঠিক মানায় না।প্রসঙ্গত ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে। তার আগে ৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারের গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে।

শুভমান ছাড়াও পঞ্জাব দলে থাকছেন আইপিএল কাঁপানো অভিষেক শর্মা এবং বাঁহাতি পেসার অর্শদীপ সিং।বিজয় হাজারে ট্রফির জন্য যে পাঞ্জাব স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছেন ভারতীয় দলের একাধিক তারকা।দলে আরও রয়েছেন প্রভসিমরন সিং ও সলিল অরোরা (উইকেটরক্ষক) নমন ধীর, রমনদীপ সিং ও সানভীর সিং (অলরাউন্ডার), হরপ্রীত ব্রার ।

–

–

–

–

–



