অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। পশু চিকিৎসা পরিষেবায় ক্রমেই এক বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠছে এই প্রতিষ্ঠান। নিজেদের পোষ্যরা বিপদে পড়লে বিনা অস্ত্রোপচারে সমাধান করতে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবের (Animal Health Pathological Lab) শরণাপন্ন হচ্ছেন পালকরা। এবার সেফটিপিন (Safety pin) গিলে ফেলা গোল্ডিকে সুস্থ করে পালিকা মায়ের কোলে ফিরিয়ে দিল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব।
বাটানগরের বাসিন্দা স্বর্ণালি দাসের চার বছরের গোল্ডেন রেট্রিভার (Golden Retriever) গোল্ডি (Goldy) খাবার আগে খেলতে গিয়ে সেফটিপিন গিলে ফেলে। এক্স-রে করে দেখা যায় সেফটিপিনটির মুখ খোলা অবস্থায় পেটের মধ্যে রয়েছে। গোল্ডি চিবিয়ে ফেলার পরে সেটি বেঁকেও যায়। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়ে দাস পরিবার। কারণ চঞ্চল পোষ্যের অপারেশন হলে, তাকে শান্ত রাখা যেত না। সেলাই ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকত। 

গোল্ডিকে (Goldy) নিয়ে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে আসেন স্বর্ণালিরা। সেখানে অত্যাধুনিক এন্ড্রোস্কোপির মাধ্যমে পেট থেকে সেফটিপিনটি বার করা হয়। একটুও আঘাত লাগেনি গোল্ডির। বরং কষ্টের উপশম হওয়ায় দিব্যি হুটোপুটি করছে।

প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। তাদের দাবি, এইভাবে এন্ড্রোস্কোপির মাধ্যমে চারপেয়েদের শরীরের ভিতর থেকে ফরেন বডি বের করার পদ্ধতি পূর্ব ভারতে কোথাও নেই। এতে কাটাছেঁড়া না হওয়ায় দ্রুত সুস্থ হয়ে যায় চারপেয়েরা।
আরও খবর: স্বামীকে হাতুড়ি দিয়ে খুনের পর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো! ভয়ঙ্কর খুনের ঘটনা ফের যোগীরাজ্যে

দ্রুত উপশম হওয়ায় অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবকে ধন্যবাদ জানিয়েছে গোল্ডির পরিবার। জানিয়েছে এই সংস্থার কথা সবাইকে বলবে তারা।

–

–

–

–

–


