ঠিক এক মাস আগে ব্যক্তিগত জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল স্মৃতি মান্ধানার(Smriti Mandhana) জীবনে। এরপর গত এক মাস ধরে অনেক ঘটনা ঘটেছে। প্রথমে বিয়ে স্থগিত করেন তারপর পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে আবার ২২ গজে ফিরেছেন। জীবনের কঠিন সময় নিয়ে উপলব্দির কথা প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের সহ অধিনায়ক।
একটি পড কাস্টে স্মৃতি(Smriti Mandhana) বলেছেন, “একটা খারাপ ঘটনা আপনার গোটা দিন নষ্ট করে দিতে পারে। আমরা কোনও ম্যাচে হারলে মানুষ সেই হারটাই দেখে। কিন্তু সেই হারের মধ্যেও ইতিবাচক বিষয় থাকে। একই ভাবে, আমি মনে করি, সারাদিনে নেতিবাচক ঘটনার পাশাপাশি ইতিবাচক ঘটনাও ঘটে। ফলে দিনের নেতিবাচক ঘটনার কথা না ভেবে আমাদের ইতিবাচক ঘটনাগুলোর কথা বেশি ভাবা উচিত।”

মাঠের ২২ গজে নিজের প্রতিভা আগেই প্রমাণ করেছেন। এবার ব্যক্তিগত জীবনের ঝড় ঝাপটা সামলে নিয়েও নিজের লক্ষ্যে অবিচল স্মৃতি। অনেকেই মনে করেন স্মৃতির এই জীবনমন্ত্র অনুপ্রেরণা। আপাতত ক্রিকেট মাঠে নিজের খেলাতেই ফোকাস করছেন ভারতীয় ক্রিকেটের কুইন।

–

–

–

–

–

–

–


