Wednesday, December 24, 2025

সংবিধানকে আঘাতেও বধির প্রধানমন্ত্রী! খ্রীষ্টানদের উপর হামলায় ক্ষোভ সংগঠনের, তোপ ডেরেকের

Date:

Share post:

শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলা। নির্দিষ্টভাবে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে একাধিক রাজ্যে হামলার ঘটনা ঘটছে এবার তার নিন্দায় সরব দেশের ক্যাথলিক খ্রীষ্টান সম্প্রদায়ের (Christian) সংগঠন। রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রের সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই) (CBCI)। এই ঘটনাগুলির পরেও প্রধানমন্ত্রী (Prime Minister) ও স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) নীবরতায় তাঁরা বধির হয়ে গিয়েছেন কি না প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

বড়দিনের উৎসবের মরশুমে দেশের একাধিক রাজ্যে খ্রীষ্টান সম্প্রদায়ের (Christian) মানুষের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে সিবিসিআই। তাঁদের তরফ থেকে দাবি করা হয়, এই ধরনের ঘটনা, বিশেষত শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলার ঘটনা সংবিধানের ধর্মাচরণে স্বাধীনতার উপর প্রবলভাবে আঘাত করে। সেই সঙ্গে বেঁচে থাকা ও নির্ভয়ে উপাসনার (peaceful worship) উপরও আঘাত।

তবে সংগঠনের সবথেকে বড় আপত্তির বিষয় এতগুলি রাজ্যে এত ঘটনার পরেও কেন্দ্রের সরকারের নীরবতা। মধ্যপ্রদেশের (Madhyapradesh) বিজেপি নেত্রী অঞ্জু ভার্গভের (Anju Bhargav) মতো নেত্রীর অপসারণ দাবি করেছেন তাঁরা। সেই সঙ্গে যে সব রাজ্যে এই ঘটনাগুলি ঘটেছে সেই সব রাজ্যের সরকারগুলি ও কেন্দ্রের সরকারের পদক্ষেপ দাবি করেছেন তাঁরা। সেই সঙ্গে খ্রীষ্টান (Christian) সম্প্রদায়ের মানুষের এই আনন্দের উৎসবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, তার দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী (PM) ও স্বরাষ্ট্রমন্ত্রীকে (HM)।

আরও পড়ুন : রাজধানীতে বড়দিনের টুপিতে ‘না’! ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমশ কোণঠাসা সংখ্যালঘুরা

চলতি সপ্তাহের শুরুতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক খ্রীষ্টান সম্প্রদায়ের উপর হামলার ঘটনা গোটা দেশে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতিতেও কেন্দ্রের সরকারের পক্ষ থেকে একটিও বিবৃতি প্রকাশ করা হয়নি। এমনকি রাজ্যগুলির প্রশাসনও ঘটনাগুলিতে কোনও পদক্ষেপ নেয়নি। স্বাভাবিকভাবে সরব তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। তিনি তোপ দাগেন, বড়দিনের মরশুমে এই ধরনের ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের নীরবতা আপনাদের বধিরতাকে প্রমাণ করে। আপনি ও আপনাদের মত লোকেদের ধীক্কার।

spot_img

Related articles

প্রায় ৫ হাজার শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা-লোকসংস্কৃতি উৎসব ২০২৫: ঘোষণা মন্ত্রী ইন্দ্রনীলের

প্রতিবারের মতো শীতের চাদর গায়ে জড়িয়ে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা। সঙ্গে লোকসংস্কৃতি উৎসব ২০২৫। বুধবার হল 'কার্টেন...

শান্তনুর ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতাবালার

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ 'বিজেপির গুন্ডা বাহিনী' দিয়ে মমতাবালা...

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...

বিজয় হাজারেতে রাজকীয় ব্যাটিং রোহিতের, শতরানে বিরাট রেকর্ড কোহলির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat kohli...