ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর সিটি গ্রুপের।ভারতীয় ফুটবলের অনিশ্চয়তার জেরে মুম্বই সিটি এফসির মালিকানা থেকে সরে দাঁড়াচ্ছে সিটি ফুটবল গ্রুপ(City Group)। এই মর্মে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে মুম্বই সিটি।

এই সিটি গ্রুপের সঙ্গেই এতদিন যুক্ত ছিল মুম্বই সিটি (Mumbai City FC)। কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবলে চলছে চরম অচলাবস্তা। আইএসএল কবে শুরু হবে কেউ জানে না। দফায় দফায় আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেল মুম্বই সিটি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিটি গ্রুপ মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে।

সিটি গ্রুপের অধীনে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি থেকে মেলবোর্ন সিটির মতো বিখ্যাত ক্লাবগুলি। সেই তালিকায় ছিল মুম্বই সিটিও। যদি শেষ পর্যন্ত সিটি গ্রুপের সঙ্গে মুম্বইয়ের সম্পর্ক ছিন্ন হয় তা ভারতীয় ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপণ হবে না।
এদিকে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। নতুন ক্রীড়া আইন অনুসারে ২০২৬ সালে কোনও ক্রীড়া সংস্থায় নির্বাচন হবে না। কিন্তু বিষয়টা এত সহজ নয়। জানুয়ারি থেকে প্রয়োগ হচ্ছে নতুন ক্রীড়া আইন। ক্রীড়ামন্ত্রক চাইছে সব ফেডারেশন ক্রীড়া আইনের সঙ্গে তাল মিলিয়ে চলা শুরু করুক। এর মধ্যে রাজ্য ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলিও রয়েছে। কিন্তু অনেক সংস্থা মনে করতেই পারে, ক্রীড়া আইন প্রয়োগ করতে তাদের দু’বছরও লেগে যেতে পারে।

এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে এআইএফএফ-র নির্বাচন হতে পারে।

–

–

–

–



