নিয়ন্ত্রণে হারিয়ে কন্টেনারে ধাক্কা! বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে ধাক্কা মারে এক চারচাকা গাড়ি (Car Accident)। আর তারপরেই দাউদাউ করে আগুন ধরে যায় গাড়িতে। বরাতজোরে রক্ষা পান চালকসহ বাকি যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাটি ঘটে ১৯ নং জাতীয় সড়কের চান্ডুল এলাকার কুড়মুনা ফ্লাইওভারে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে কলকাতামুখী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কন্টেনারে ধাক্কা মারে। দুই গাড়ির সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় চারচাকা গাড়িটিতে। কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন গাড়িতে থাকা তিন আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে কুড়মুনা ফ্লাইওভারের কলকাতামুখী লেন। আরও পড়ুন: সব গলে জল! হিমবাহশূন্য ভেনেজুয়েলার মেরিদা

–

–
–

–

–

–

–

–



