দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে দেশের অভ্যন্তরীণ রুটে উড়ানের অনুমতি দিয়েছে। শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার এবং ফ্লাই এক্সপ্রেস—এই তিন সংস্থার ওড়ার অনুমোদন পেয়েছে সম্প্রতি।

বৃহৎ বিমান সংস্থাগুলোর বাজার দখল এখনো প্রধানত দুটি সংস্থার হাতে—ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া গ্রুপ। এর মধ্যে ইন্ডিগোর দখল রয়েছে প্রায় ৬৫ শতাংশ। ফলে ইন্ডিগোর কোনো কারণে বিমান বাতিল হলে বিকল্প ব্যবস্থা নেই সাধারণ যাত্রীদের।

ইন্ডিগো সম্প্রতি পাইলটদের নতুন বিশ্রামের নিয়মের কারণে বিপাকে পড়েছে। নতুন নিয়ম অনুযায়ী পাইলটদের সপ্তাহে দুদিনের ছুটি এবং রাতের ফ্লাইটে কড়াকড়ি চালু হয়েছে। যথেষ্ট পাইলট না থাকায় শ’য়ে শ’য়ে ফ্লাইট বাতিল করতে হয়েছে সংস্থাটিকে।
কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু জানিয়েছেন, নতুন সংস্থাগুলো বাজারে আসার ফলে যাত্রীদের ইন্ডিগোর ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে প্রতিযোগিতার কারণে টিকিটের দামও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

শঙ্খ এয়ার ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে কাজ শুরু করেছে, আর আল হিন্দ ও ফ্লাই এক্সপ্রেস এই সপ্তাহেই সবুজ সংকেত পেয়েছে। আশা করা হচ্ছে, নতুন সংস্থাগুলোর সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবা আরও সহজ, সস্তা ও সুবিধাজনক হবে সাধারণ যাত্রীদের জন্য।

আরও পড়ুন – ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

_

_

_

_
_
_


