Thursday, January 15, 2026

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

Date:

Share post:

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপিকে (BJP) নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “এটাই বিজেপিশাসিত রাজ্যগুলির ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা”।

২০১৭ সালে ধর্ষিতা হয় উন্নাও-এর কিশোরী। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ২০১৯ সালের ডিসেম্বরে উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই সাজা মকুব করল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে আদালত। ১৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ ও হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে। এই খবরে ভেঙে পড়েন নির্যাতিতা এবং তাঁর পরিবার। ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখানোর সময় তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনায় উত্তরপ্রদেশের মন্ত্রী ওপি রাজভরের প্রতিক্রিয়া জানতে চাইলে উত্তরে তিনি শুধু বলেন, “ওঁর বাড়ি তো উন্নাতয়ে…।” তার পরেই হাসিতে ফেটে পড়েন তিনি। নির্যাতিতার উদ্দেশ্যে এই ধরনের উপহাসের তীব্র নিন্দা হয়।


এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র কটাক্ষ করে তিনি (Abhishek Banerjee) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন,
“ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার জামিন পেয়েছেন। বিজেপিশাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর নির্যাতিতাদের উপহাস করেছেন।
এই বিষয় নিয়ে সর্বত্র বিজেপি নেতৃত্বের সম্পূর্ণ নীরব।আজ বিজেপিশাসিত রাজ্যগুলিতে এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা।
যখন দোষী সাব্যস্ত ধর্ষকরা মুক্তি পান এবং মন্ত্রীরা ভুক্তভোগীদের উপহাস করেন, তখন আমরা প্রতিটি কন্যা, প্রতিটি মহিলা, প্রতিটি পরিবারের জন্য ন্যায়বিচার চাইতে ব্যর্থ।”

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...