বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের সদস্যদের স্কুলে হামলা চালানোর ঘটনায় অসমের (Assam) খ্রিস্টান সংগঠনগুলি পুলিশের হস্তক্ষেপের দাবি জানাল। এই পরিস্থিতিতে যেভাবে ফেসবুকে বড়দিনের (Christmas) শুভেচ্ছা জানাচ্ছেন মোদি, তা নিয়ে কটাক্ষ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

বড়দিনের উৎসবের আগে যখন অসমের বিভিন্ন এলাকা সেজে উঠছিল, সেই সময় নলবাড়িতে একটি খ্রিস্টান স্কুলে হামলা চালায় বজরং দলের সদস্যরা। সেন্ট মেরিজ স্কুলে ভাঙচুর চালিয়ে ভয় দেখানোর পাশাপাশি স্কুলের বাইরে যে দোকানে বড়দিনের জিনিস বিক্রি হচ্ছিল সেটিও ভেঙে দেওয়া হয়।

এই ঘটনায় সরব অসমের খ্রিস্টানদের সংগঠন অসম খ্রিস্টান ফোরাম। তাঁদের তরফ থেকে দাবি জানানো হয় যেন অসম পুলিশ (Assam police) এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা (suo moto case) দায়ের করে। সেই সঙ্গে দ্রুত সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভিডিওতে যে অপরাধীদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। যদিও ঘটনায় এখনও কোনও গ্রেফতারির পথে যায়নি হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) পুলিশ।
অসমে যেখানে খ্রিস্টানদের বড়দিনের আনন্দে বজরং দলের থাবা, সেখানে প্রতিবেশী বাংলায় শান্তিপূর্ণ বড় দিন পালন। তার উল্লেখ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, বিভিন্ন জায়গায় বড়দিন পালনে হামলা চালানো হচ্ছে। খ্রিস্টানদের ধর্ম পালন করা যাবে না। এই অপসংস্কৃতি আমরা দেখিনি কখনও। আমাদের পার্কস্ট্রিটে যান। জনসুনামি। আনুপাতিক হারে খ্রিস্টানদের সংখ্যা কম। এটাই তো উৎসবের স্পিরিট। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেটা করছে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি।

আরও পড়ুন :আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

আদতে এইসব ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারের কারণে গোটা বিশ্বে ভারতের যেভাবে সম্মানহানি হচ্ছে তার উল্লেখ করে কুণাল জানান, ওদিকে নরেন্দ্র মোদি (Narendra Modi) বড়দিনের শুভেচ্ছার ছবি দিচ্ছেন। আর এদিকে তাঁর লোকেদের লেলিয়ে দিচ্ছেন সব জায়গায়, যেখানে বড়দিনের উৎসব হচ্ছে, গিয়ে ভাঙচুর করো। বিজেপি গোটা বিশ্বের কাছে ভারতের মুখ পোড়াচ্ছে এই সব করে।

–

–

–

–


