দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল জ্যেষ্ঠ কন্যারও।

শুক্রবার রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে বাইরে থেকে তালাবন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় একদল সংঘবদ্ধ জনতা। সেদিন রাতে বেলাল তাঁর পরিবারের (তাঁর স্ত্রী নাজমা বেগম, তিন কন্যা ও দুই পুত্র ) সঙ্গে চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার বাড়িতেই ছিলেন। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর সাত বছরের শিশুকন্যা আয়েশা আক্তার। আগুনে গুরুতরভাবে জখম হন বেলাল এবং তাঁর অন্য দুই কন্যা সায়মা আক্তার বীথি এবং সালমা আক্তার স্মৃতি আক্তার। সায়মা এবং সালমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সালমার শ্বাসনালি-সহ শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। আরও পড়ুন: ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদাপুত্র, তারেককে ঘিরে উচ্ছ্বাস-বিএনপি সমর্থকদের

আগুনে বেলাল নিজেও জখম হয়েছিলেন। ছোটো মেয়ের শেষকৃত্যে থাকতে পারেননি তিনি। বুধবার সকালে ছুটি পেয়ে বৃহস্পতিবার অন্য হাসপাতালে অন্য দুই মেয়েকে দেখতে যাওয়ার কথা পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই মারা গেল বড় মেয়েটিও।
–

–

–

–

–

–

–


