দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ঘটনাস্থল থেকে বেশ কিছু বোমার অবশিষ্টাংশ উদ্ধার করেছে বাসন্তী থানার পুলিশ (Basanti Police)। আতঙ্কিত স্থানীয়রা।

খড়িমাচান এলাকার বোমাবাজি নাকি সিলিন্ডার ফেটে এত তীব্র আওয়াজ হয়েছিল তা নিয়ে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়। পরে ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করে পুলিশ। জখম শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানীয় হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

–
–

–

–

–

–

–

–
–


