রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সাহিত্য অকাদেমির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, গৈরিকীকরণের লক্ষ্যে সেখানেও নিজেদের লোক ঢুকিয়ে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা চলছে।

দমদম ইন্দিরা ময়দানে আয়োজিত এই মেলার উদ্বোধনে ব্রাত্য বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী সাহিত্য অকাদেমির পুরস্কার প্রাপকদের নাম আগেই ঘোষিত হয়ে যায়। কিন্তু এবার তা থমকে রয়েছে। বিজেপির ক্ষুদ্র মানসিকতার কারণেই কমিটি ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার সব ক্ষেত্রে ভিন্ন মতের পরিসর মুছে দিতে চাইছে বলে দাবি তাঁর।
বিপরীতে বাংলার উদার সংস্কৃতির উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়মিত সাহিত্যচর্চা করেন। তিনি যেমন সমালোচনা সয়েছেন, তেমনই ভিন্ন মতকেও চিরকাল গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁর কথায়, বাংলা অকাদেমি বরাবরই সব ধরনের মতাদর্শকে একসঙ্গে নিয়ে চলতে বিশ্বাসী। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এই উদার পরিসর কেবল পশ্চিমবঙ্গেই সম্ভব।

বইমেলার আয়োজক দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রী জানান, এই মেলায় প্রান্তিক ও নতুন লেখকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনেক প্রতিভাশালী লেখক সুযোগের অভাবে আড়ালে থেকে যান, তাঁদের বই প্রকাশের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দমদম বইমেলা। ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় (Sougata Roy), সুবোধ সরকার (Subodh Sarkar), প্রচেত গুপ্ত (Pracheta Gupta) এবং পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে।

আরও পড়ুন – ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের
_
_

_
_

_

_



