Wednesday, January 14, 2026

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

Date:

Share post:

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে সৈকত শহর দিঘা (Digha)। বুধবার সকাল থেকেই পর্যটকদের (Tourist) ঢল নেমেছে সেখানে। সন্ধে হতেই বদলে যাচ্ছে গোটা এলাকার চেহারা।

এবার দিঘার (Digha) সাজগোজ দেখে কার্যত থ পর্যটকরা। প্রথমবারের মতো বড়দিনকে কেন্দ্র করে এক নতুন সাজে দিঘা। সন্ধে নামতেই জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা চেনা যাচ্ছে না—চারপাশ ভাসছে বাহারি আলোয়। শুধু রাস্তাই নয়, সমুদ্রের পাড়—সবটাই এখন রঙিন আলোর মালায় মোড়া। এছাড়া মন্দিরের গায়েও দেখা যাচ্ছে আলোর কারুকাজ। বড়দিনকে সামনে রেখে দিঘাকে এমন রাজকীয় সাজে আগে কখনও দেখা যায়নি। পর্যটকদের মতে, সমুদ্রের হাওয়ার সঙ্গে এই আলোর মেলা একটা আলাদা পাওনা।

এবার নতুন চমক- দিঘার অমরাবতী পার্কের পাশের ‘ওয়ান্ডারল্যান্ড কাজল দিঘি’ লেকে শুরু হয়েছে অত্যাধুনিক লেজার-শো। সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই শো দেখতে ভিড় জমাচ্ছেন সব বয়সের মানুষ। মাত্র ২০ টাকার টিকিটেই উপভোগ করা যাচ্ছে এই আলোর খেলা। এছাড়া শিশুদের জন্য টয়ট্রেন, প্যাডেল বোট আর ছোটদের নানা রাইড তো আছেই। সব মিলিয়ে ফ্যামিলি আউটং-এর জন্য কাজল দিঘি এখন পয়সা উসুল জায়গা।

লক্ষাধিক মানুষের ভিড় সামলাতে প্রশাসনও বেশ সতর্ক। কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তা ও যানজট এড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৪, ২৫, ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রধান প্রবেশপথে কোনও টোটো ঢুকতে দেওয়া হচ্ছে না। পর্যটকবাহী বাসগুলিকে বাইপাস দিয়ে ঘোরানো হচ্ছে। গাড়ি রাখার জন্য মোট সাতটি আলাদা পয়েন্ট তৈরি করা হয়েছে।

নিরাপত্তার খাতিরে সিভিল ড্রেসেও পুলিশ ঘুরছে শহরজুড়ে। সব মিলিয়ে বড়দিন আর নতুন বছরের সেলিব্রেশনে এখন দিঘাই বাঙালির সেরা গন্তব্য।

spot_img

Related articles

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...