বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল অন্তত ৫০টি ঝুপড়ি। এর ফলে উৎসবের সন্ধ্যায় ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নীচে এসে দাঁড়ালেন কয়েক’শো মানুষ। প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই এই বিপত্তি।
দমকল ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাহাড়পুর এলাকার একটি আবর্জনার স্তূপে প্রথম আগুন দেখা যায়। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং ঝুপড়িগুলি পাশাপাশি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘনঘন বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঝুপড়িগুলিতে মজুত থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। তবে এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং রাস্তা সংকীর্ণ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় তাঁদের। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যার পর পর্যন্ত বেশ কিছু জায়গায় পকেট ফায়ার নেভানোর কাজ চালিয়ে যান কর্মীরা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। সিলিন্ডার বিস্ফোরণ প্রাথমিক কারণ মনে করা হলেও, স্থানীয়দের একাংশ এই ঘটনার নেপথ্যে অন্য কোনও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- সুগন্ধি ব্যবহারেও সমান দক্ষ, বুমরাহের অজানা গুণ প্রকাশ্যে আনলেন সতীর্থ
_
_

_

_
_

_

_



