যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের। হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে মৃত্যু হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীন এবিকে স্কুলের এক শিক্ষকের। জানা গিয়েছে, শিক্ষকের নাম রাও দানিস আলি (Rao Danish Ali)এবং তিনি এবিকে স্কুলের কম্পিউটার সায়েন্সের শিক্ষক ছিলেন।

পুলিশ সূত্রে খবর, সহকর্মীদের সঙ্গে এদিন ক্যাম্পাসের মধ্যেই হাঁটতে বেরিয়েছিলেন দানিস (Rao Danish Ali)। হঠাৎ দু’জন আততায়ী তাঁর মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। রাত ৯টা নাগাদ মাওলানা আজাদ লাইব্রেরি এলাকার কাছে তাঁর মাথায় গুলি করা হয়। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। যেখানে শিক্ষকের প্রাণ সঙ্কটে সেখানে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে রীতিমত চিন্তিত অভিভাবকেরা।

বিশ্ববিদ্যালয়ের আধিকারিক মোহাম্মদ ওয়াসিম আলী এই বিষয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কাছে গুলি চালানোর খবর পেয়ে শিক্ষককে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি, মেডিকেল কলেজে তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর, আলী এদিন দুই সহকর্মীর সাথে নিয়মমাফিক সন্ধ্যায় হাঁটার জন্য বেরিয়েছিলেন। মাওলানা আজাদ লাইব্রেরির কাছে ক্যান্টিনে পৌঁছতেই দুইজন হামলাকারী মোটরসাইকেলে করে এসে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে নিমেষের মধ্যেই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আলীকে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় যদিও এখনও এই খুনের পেছনের কারণ এখনও অজানা।
সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট নীরজ জাদন নিশ্চিত করেছেন যে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালিয়েছে। বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে, এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তরা এখনো অধরা।

–

–

–

–

–

–


