Wednesday, January 14, 2026

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

Date:

Share post:

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়

নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে চলছে পরিচালক সপ্তাশ্ব বসু-র ছবি ‘দেরি হয়ে গেছে’। গল্প ও ভাবনায় রয়েছেন সপ্তর্ষি সেন ও অপালা চৌধুরী। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অপালা চৌধুরী ও অরিজিৎ দত্ত (দাদুল দা)-কে। এই ছবির গল্প আবর্তিত হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ঋষিকে ঘিরে, যাঁর চরিত্রেই অঞ্জন দত্ত, যিনি বহু বছর আগের হারিয়ে যাওয়া প্রেমের খোঁজে ভুয়ো পরিচয়ে যান বোলপুরে এবং সেখানে হোমস্টে মালিক সঙ্ঘমিত্রার মুখোমুখি হন-যাঁর ভূমিকায় মমতা শঙ্কর।

১৯৮০-এর দশকের কলকাতার অসম্পূর্ণ প্রেম, স্মৃতির আবেশ ও বর্তমান সময়ের পুনর্মিলনের আবেগের মিশেল ছবির গল্পকে করে তোলে আরও গভীর। সাহিত্য ও শিল্পপ্রেমী সায়ন্তী চরিত্রে অপালা চৌধুরী গল্পে যোগ করেন এক মানবিক উষ্ণতা, আর ঋষির ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অরিজিৎ দত্ত বন্ধুকে নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। ‘দেরি হয়ে গেছে’ মূলত সময় ও অনুভূতির সম্পর্ককে তুলে ধরে-জীবনে অনেক কিছুতেই আমরা দেরি করে ফেলি, কখনও কাজের ক্ষেত্রে, কখনও প্রেমে, আবার কখনও সুযোগের মুহূর্তে, সেই ‘দেরি’-ই ছবির প্রাণকেন্দ্র। ছবির ক্লাইম্যাক্সে উজান চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি যোগ করেছে এক রহস্যময় মোড়।

সোমবার এই ছবির টানা ২৫ দিন প্রেক্ষাগৃহে চলার সাক্সেস পার্টি অনুষ্ঠিত হয় লেক মলের সিনেপলিস-এ, উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলীরা। এদিনের অনুষ্ঠানে ছবি প্রসঙ্গে অঞ্জন দত্ত জানিয়েছেন- “মমতা শঙ্করের সঙ্গে কাজ করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। এই ছবির হৃদয়ে এক ধরনের নিষ্পাপ সরলতা রয়েছে, আবার একই সঙ্গে এটি একটি গভীর ও সিরিয়াস ড্রামা। এই আকর্ষণীয় ছবিটি দর্শকদের এসে বড় পর্দায় অবশ্যই দেখা উচিত।” অভিনেত্রী নৃত্যশিল্পী মমতা শঙ্করের ভাাষয়- “ছবিটির ভাবনা ও থিম আমার খুবই ভালো লেগেছে। এমন অনেক মুহূর্ত আছে যা দর্শকদের গায়ে কাঁটা দেবে। রহস্যময় মোড় নিয়ে এই ধরনের নতুন প্রেমের গল্পে অঞ্জন দত্তের সঙ্গে কাজ করা আমার কাছে এক নতুন অভিজ্ঞতা।” ছবির আরেক অভিনেত্রী অপালা চৌধুরী বলেন “দু’জন কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করা আমার জন্য গর্ব ও আশীর্বাদের মতো। তাঁরা অসাধারণ সহ-অভিনেতা। ছবিটি প্রেক্ষাগৃহে ২৫ দিন পূর্ণ করেছে, এটাই আমাদের জন্য এক আগাম বড়দিনের উপহার।”

আরও পড়ুন – নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কাজে এল না ট্রাম্পের হুঁশিয়ারি, সোলতানিকে আজই ফাঁসি দিচ্ছে খামেনেইয়ের প্রশাসন!

আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র...

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...