শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে জয়ের দিনই নজির গড়লেন অধিনায়ক হরমনপ্রীত(Harmanpreet Kour), ব্যর্থতার ধারা অব্যাহত থাকল স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)।

১৩০টি ম্যাচে ৭৭টি ম্যাচে জয় পেয়েছেন হরমনপ্রীত((Harmanpreet Kour)। পুরুষ-মহিলা নির্বিশেষে তিনিই টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। বিশ্বকাপ জয়ের পর নতুন রেকর্ড গড়লেন হরমনপ্রীত।

ব্যক্তিগত জীবনের সংকট কাটিয়ে বাইশ গজে ফিরলেও রানের দেখা পাচ্ছেন না স্মৃতি, আগের দুই ম্যাচে বড় রান পাননি। তৃতীয় ম্যাচে আউট হলেন ৬ বলে মাত্র ১ রানে। আগামী বছর টি২০ বিশ্বকাপ, দ্রুত ছন্দে ফিরতে হবে সহ অধিনায়ককে।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে মাত্র ১১২ রান। দুরন্ত বোলিং করলেন রেণুকা-দীপ্তি।

গত বছরের ডিসেম্বরে শেষ বার টি-টোয়েন্টি খেলেছিলেন রেণুকা। শুক্রবার ফিরেই তিনি ২১ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংকে ধসিয়ে দিলেন। ১৮ রানে ৩ উইকেট নিলেন দীপ্তি।

স্মৃতি ব্যর্থ হলেও রানের ঝড় তোলেন শেফালি বর্মা। তিনি ওপেনের নেমে ৪২ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ফলে সহজেই ম্যাচ এবং সিরিজ জিতে নিল ভারত। সিরিজের শেষ ম্যাচ শুধুই নিয়মরক্ষার।

–

–

–

–


