’লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির একটি ইভেন্টে শুভশ্রীর (Subhashree Ganguly) কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন। ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালক ’লহ গৌরাঙ্গের নাম রে’। এর আগে ’ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রীর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার নটি বিনোদিনীর চরিত্রেও ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে অভিনেত্রী। এই ছবির গান ‘দেখ দেখ কানাইয়ে’ শুভশ্রীকে দেখে হঠাৎ-ই ক্ষমা চাইলেন কবীর সুমন।

ছবির ইভেন্টে কবীর সুমন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এর পুরো টিমের উদ্দেশ্যে নটি বিনোদিনীর চরিত্রে নায়িকার প্রশংসা করে বলেন, “ভ্যাঁ করে কেঁদে ফেলেছি এই বুড়ো বয়সে। তারপর আমি জনে জনে, আমার বাড়িতে আমার যারা পরিবার, যারা আমাকে লালন-পালন করেন, তাঁদেরকেও দেখিয়েছি। প্রত্যেকে মোহিত। প্রত্যেকে একাধিকবার, বিশেষ করে নটি বিনোদিনী গাইছেন গানটি, সঙ্গে নাচছেন… আমার বলতে গিয়ে আবার কান্না পাচ্ছে। এরকম হৃদয় ছুঁয়ে যাওয়া সুর, এরক হৃদয় ছুঁয়ে যাওয়া নাচ! এটা কি অভিনয়, নাকি অন্য কিছু। আমি কী বলব, ইশ্বর আশীর্বাদ করুন। দেবী সরস্বতীর আশীর্বাদ ওর ওপর থাকুক।” আরও পড়ুন: কুমার শানুর মানহানি মামলায় গায়ককে পাল্টা জবাব প্রাক্তন স্ত্রীর

সুমনকে বলতে শোনা যায় “শুভশ্রী কি তাঁর নাম? যে গৌরাঙ্গের রোল করছেন, গাইছেন, নাচছেন? শুভশ্রী নামটা কি ঠিক বললাম? নাকি চড় খাওয়ার প্রস্তুতি নিলাম? বিশ্বাস করুন আমি নাম ভীষণ গুলিয়ে ফেলি। আমাকে ক্ষমা করে দেবেন, এই বুড়োটাকে। কিন্তু আপনি অভাবনীয় অভিনয় করেছেন, অপূর্ব।” এই অনুষ্ঠানে তিনি অবশ্য মঞ্চে উপস্থিত থাকেননি। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। কবীর সুমনের মুখে নিজের এত প্রশংসা শুনে চোখে জল দেখা গিয়েছে অভিনেত্রীর। এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আছে ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, সুস্মিতা চট্টপাধ্যায়, ব্রাত্য বসু, আরাত্রিকা মাইতি, দিব্যজ্যোতি দত্ত।
–

–

–

–

–

–

–


