কেকেআরে নিরঙ্কুশ শাহরুখের কর্তৃত্ব! পুরো শেয়ার রাখছেন নিজের হাতে?

Date:

Share post:

কেকেআর দলে কর্তৃত্ব নিরঙ্কুশ হচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan)। কয়েকদিন আগেই জানা গিয়েছিল নাইট রাইডার্সের(KKR) শেয়ার বিক্রি করছেন জুহি চাওলা ও জয় মেহেতা। তাদের শেয়ার অন্য কোনও সংস্থা নয়, কিনছেন স্বয়ং কিং খানই।

বর্তমানে কেকেআর-এর ৫৫ শতাংশ শেয়ার রয়েছে শাহরুখের সংস্থা ‘রেড চিলিজ’-এর হাতে। বাকি ৪৫ শতাংশের মালিক জুহি চাওলা ও জয় মেহতার ‘মেহতা গ্রুপ’। এবার   মেহতা গ্রুপের শেয়ারও নিজের হাতেই রাখছেন শাহরুখ খান। অর্থ্যাত নাইটদের  যে কোনও সিদ্ধান্ত এককভাবেই নিতে পারবেন   বলিউড বাদশা।

শোনা যাচ্ছিল, জয় মেহতার শেয়ার কিনতে আগ্রহী ছিল বেশ কিছু নামী কর্পোরেট সংস্থা। কিন্তু শাহরুখ (Shahrukh Khan) চান না দলের মালিকানায় তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়ুক বা তাঁর একক সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াক।

তবে জয় মেহতা শেয়ার কমিয়ে নিলেও জুহি চাওলা কিন্তু পুরোপুরি মালিকানা ছাড়ছেন না। তাঁর ব্যক্তিগত শেয়ারটুকু তাঁর হাতেই থাকছে। তবে শাহরুখের বিশাল অংশের তুলনায় খুবই কম।খুব দ্রুত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে। আগামী মরশুমে আইপিএল শুরুর আগেই শাহরুখের হাতেই কেকেআরের কার্যত পুরো মালিকানায় চলে যাবে। ফলে কেকেআরের যেকোনো সিদ্ধান্তের রাশ এবার থেকে কার্যত একাই সামলাবেন শাহরুখ।

২০০৮ সালে শাহরুখ এবং জুহি দুই জনে মিলেই কেকেআর দল কেনেন। এরপর দেড় দশকে নাইট রাইডার্সের শেয়ারমূল্য অনেক বে়ড়েছে।  আজকের দিনে  আইপিএলের বাজারে কেকেআর শুধু একটি দল নয়, একটি বিশাল ব্র্যান্ড। তাই মেহতা গ্রুপ যে শেয়ারটুকু ছাড়তে চেয়েছে, তা নিজেই কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান। এর ফলে নাইট শিবিরে শাহরুখের অংশীদারিত্ব এতটাই বেড়ে যাবে যে, দলের ওপর তাঁর নিয়ন্ত্রণ হয়ে উঠবে একচ্ছত্র।

 

spot_img

Related articles

মানবে না হার, তৃণমূল আবার: ছাব্বিশের স্লোগান বেঁধে দিলেন অভিষেক

“মানবে না হার, তৃণমূল আবার। বাঁচতে চাই, বিজেপি বাই।“ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিলেন তৃণমূলের...

ফেডারেশনের প্রস্তাবে আপত্তি নেই ক্লাব জোটের, আইসএল নিয়ে কাটছে জট

আইএসএল(ISL) নিয়ে জট কাটছে।  বছর শেষে  অনিশ্চয়তার মেঘ কিছুটা হলেও কাটছে। শুক্রবার ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মেগা মিটিং...

নেতাজির দেহাবশেষ দেশে আনা হোক: ১২৯তম জন্মদিবসের আগে রাষ্ট্রপতিকে চিঠি পরিবারের

জন্মদিবসের প্রাক্কালে নেতাজির দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানালেন তাঁর পরিবারের সদস্যরা। যে দেশনায়ককে নিয়ে প্রচার করে বাংলার...

১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

মাত্র ১৬ বছর বয়সেই সুর তালের ছন্দে তাক লাগিয়ে দিয়েছেন, তারই সৌজন্য রাষ্ট্রীয় পুরস্কার পেলেন কিশোর তবলা বাদক...