চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ (Shravan Singh) দেখিয়েছিল অসামান্য সাহস। যাঁরা পাকিস্তানের হামলা থেকে দেশকে রক্ষা করার কাজ করেছিলেন, সেই সেনাবাহিনীকে প্রতিদিন জল, চা, লস্যি থেকে বরফের যোগান দিয়েছিল সে। পাক হামলা উপেক্ষা করে সেনার (Indian Army) সেবা করার কথা মনে হয়েছিল তার। এবার রাষ্ট্রপতির (President of India) হাতে পুরস্কৃত সেই ১০ বছরের শ্রবণ।

সাহস, মানবিকতা আর দেশপ্রেমের স্বীকৃতি হিসেবেই ‘প্রধানমন্ত্রী বাল পুরস্কার ২০২৬’ (PM Bal uraskar 2026) পেল শ্রবণ সিং (Shravan Singh)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেছে সে। ভারতীয় সেনাবাহিনীর ‘সবচেয়ে কনিষ্ঠ সিভিল ওয়ারিয়র’ হিসেবে পরিচিত এই খুদে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শ্রবণের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব তারা নেবে। লক্ষ্য একটাই-এই সাহসী শিশুটি যাতে লেখাপড়া চালিয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে।

পুরস্কার পাওয়ার পর শ্রবণ বলে, আমি সৈনিকদের সাহায্য করতে খুব ভালবাসতাম। ওরা আমাকে বিশেষ উপহার দিয়েছে, সঙ্গে বসে খাবারও খেয়েছি, আইসক্রিমও। বড় হয়ে আমি সৈনিক হতে চাই, দেশের সেবা করতে হবে।
আরও পড়ুন : ১৬ বছরেই তবলা শিল্পে খ্যাতি বিশ্বজনীন, সর্বোচ্চ সম্মান পেলেন বাংলার সুমন

কেমন লাগল এত বড় পুরস্কার পেয়ে? কথার উত্তর দিতে এমনিতে চটপটে শ্রবণ এই প্রশ্নে যেন একটি বেশিই উত্তেজিত। চোখে হালকা জলের আভাস। শ্রবণ জানানো, পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। আর তারপরেই যেন বলে ফেলল মনের কথাটা, আমি ভাবিইনি এই পুরস্কার পাবো।

–

–

–

–

–


