Friday, January 16, 2026

তারেক কাস্ত্রো-চে-ম্যান্ডেলা-মার্টিন লুথার নন: প্রথম বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন তসলিমা

Date:

Share post:

মার্টিন লুথার কিং-এর বৈপ্লিবিক স্টাইলে প্রথম বক্তৃতা দিয়ে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র (BNP) ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমান। কিন্তু যে পথে তারেক বাংলাদেশের (Bangladesh) রাজনীতির পথে বেছেছেন, তা বিশ্বের কোনও স্বনামধন্য বিপ্লবীর পথ নয়, বার্তা দিলেন সাহিত্যিক তাসলিমা নাসরিনের (Taslima Nasrin)। তাসলিমার দাবি, যে ধর্মীয় পথে তারেক চলার কথা বলেছেন তা অন্তত কোনও বিপ্লবীর পথের সঙ্গে মেলে না।

দীর্ঘদিন পাশ্চাত্যে সুবিধা ভোগ করে আসা খালেদা পুত্রকে ১৭ বছর পরে দেশে ফিরে বক্তৃতা দিতে শুনে আবেগ আপ্লুত বাংলাদেশের নাগরিকরা। সেখানেই তসলিমার প্রশ্ন, তারেক জিয়া ১৭ বছর একটি সভ্য দেশে বাস করেছেন। সে দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাকস্বাধীনতা সবই উপভোগ করেছেন। সে দেশের সভ্যতা, সহিষ্ণুতা, উদারতা উপভোগ করেছেন। তারপর দেশে ফিরে তিনি নবী করীমের ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছেন। আল্লাহ দয়া করলেই, তিনি মনে করছেন, সব সম্ভব হবে। যুক্তরাজ্য থেকে তাহলে তিনি কী শিখলেন?

মাটির লুথার কিং-এর (Martin Luther King) ‘আই হ্যাভ আ ড্রিম’ (I have a Dream) কথার অনুকরণে বৃহস্পতিবার তারেক দাবি করেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তারেকের এই ‘প্ল্যান’ শব্দটি ব্যবহার করাই যথোপযুক্ত বলে মনে করেন তাসলিমা। এর স্বপক্ষে তাঁর যুক্তি, প্ল্যান (plan) শব্দটা ব্যবহার করাই ভাল। ‘ড্রিম’ (dream) শব্দটার, বিশেষ করে ‘আই হ্যাভ আ ড্রিম’ (I have a Dream) বাক্যটার ওজন অনেক বেশি। সমাজের আগপাশতলা বদলে দেওয়ার , দীর্ঘকালের মাইণ্ডসেটকে ঝেঁটিয়ে বিদেয় করার , আর রাষ্ট্রব্যবস্থাকে সভ্য করার পেছনে কিংএর ‘ড্রিম’ টা কাজ করেছে। এই ‘ড্রিম’ বিপ্লবীদের থাকে। ফিদেল ক্যাস্ট্রোর ছিল। চে গেভারার ছিল। নেলসন ম্যান্ডেলার ছিল। মার্টিন লুথার কিং-এর ছিল। এই ড্রিম আল্লাহর নির্দেশিত কানুনের সঙ্গে যায় না।

আরও পড়ুন : চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে মৌলবাদীদের সম্পর্কে তারেককে সচেতন করে তাসলিমার বার্তা, প্ল্যান যদি থাকে, তিনি ধর্মেও থাকবেন, বিজ্ঞানেও থাকবেন, তাহলে পরস্পরবিরোধী দুটো ব্যবস্থাকে তিনি কী করে সামাল দেবেন, তিনিই জানেন। মনে রাখতে হবে, দেশ জিহাদিতে ছেয়ে গেছে। দেশকে বাঁচাতে হলে ধর্ম ব্যবসায়ী, হিংস্র ধর্মান্ধ, নারীবিদ্বেষী জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া উপায় নেই।

spot_img

Related articles

মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর...

মেডিক্যাল এমার্জেন্সিতে মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভশ্চর 

মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার (National Aeronautics and Space Administration) ইতিহাসে গত ২৫ বছরে যেটা ঘটেনি বৃহস্পতিবার সেটাই হল।...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মে পদোন্নতি। দেহে আঘাত হওয়ার যোগ। পুরনো বন্ধুসঙ্গে ব্যবসায়িক উন্নতি। বৃষ: পেশাদার চিকিৎসক, উকিল, সাহিত্যিক প্রমুখের শুভ সময়।...

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...