তারেক কাস্ত্রো-চে-ম্যান্ডেলা-মার্টিন লুথার নন: প্রথম বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন তসলিমা

Date:

Share post:

মার্টিন লুথার কিং-এর বৈপ্লিবিক স্টাইলে প্রথম বক্তৃতা দিয়ে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র (BNP) ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমান। কিন্তু যে পথে তারেক বাংলাদেশের (Bangladesh) রাজনীতির পথে বেছেছেন, তা বিশ্বের কোনও স্বনামধন্য বিপ্লবীর পথ নয়, বার্তা দিলেন সাহিত্যিক তাসলিমা নাসরিনের (Taslima Nasrin)। তাসলিমার দাবি, যে ধর্মীয় পথে তারেক চলার কথা বলেছেন তা অন্তত কোনও বিপ্লবীর পথের সঙ্গে মেলে না।

দীর্ঘদিন পাশ্চাত্যে সুবিধা ভোগ করে আসা খালেদা পুত্রকে ১৭ বছর পরে দেশে ফিরে বক্তৃতা দিতে শুনে আবেগ আপ্লুত বাংলাদেশের নাগরিকরা। সেখানেই তসলিমার প্রশ্ন, তারেক জিয়া ১৭ বছর একটি সভ্য দেশে বাস করেছেন। সে দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাকস্বাধীনতা সবই উপভোগ করেছেন। সে দেশের সভ্যতা, সহিষ্ণুতা, উদারতা উপভোগ করেছেন। তারপর দেশে ফিরে তিনি নবী করীমের ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছেন। আল্লাহ দয়া করলেই, তিনি মনে করছেন, সব সম্ভব হবে। যুক্তরাজ্য থেকে তাহলে তিনি কী শিখলেন?

মাটির লুথার কিং-এর (Martin Luther King) ‘আই হ্যাভ আ ড্রিম’ (I have a Dream) কথার অনুকরণে বৃহস্পতিবার তারেক দাবি করেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তারেকের এই ‘প্ল্যান’ শব্দটি ব্যবহার করাই যথোপযুক্ত বলে মনে করেন তাসলিমা। এর স্বপক্ষে তাঁর যুক্তি, প্ল্যান (plan) শব্দটা ব্যবহার করাই ভাল। ‘ড্রিম’ (dream) শব্দটার, বিশেষ করে ‘আই হ্যাভ আ ড্রিম’ (I have a Dream) বাক্যটার ওজন অনেক বেশি। সমাজের আগপাশতলা বদলে দেওয়ার , দীর্ঘকালের মাইণ্ডসেটকে ঝেঁটিয়ে বিদেয় করার , আর রাষ্ট্রব্যবস্থাকে সভ্য করার পেছনে কিংএর ‘ড্রিম’ টা কাজ করেছে। এই ‘ড্রিম’ বিপ্লবীদের থাকে। ফিদেল ক্যাস্ট্রোর ছিল। চে গেভারার ছিল। নেলসন ম্যান্ডেলার ছিল। মার্টিন লুথার কিং-এর ছিল। এই ড্রিম আল্লাহর নির্দেশিত কানুনের সঙ্গে যায় না।

আরও পড়ুন : চরিত্র বদল জমায়েতের: স্বাধীনতা সংগ্রাম মনে করিয়ে BNP-কে পথ দেখালেন তারেক

তবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে মৌলবাদীদের সম্পর্কে তারেককে সচেতন করে তাসলিমার বার্তা, প্ল্যান যদি থাকে, তিনি ধর্মেও থাকবেন, বিজ্ঞানেও থাকবেন, তাহলে পরস্পরবিরোধী দুটো ব্যবস্থাকে তিনি কী করে সামাল দেবেন, তিনিই জানেন। মনে রাখতে হবে, দেশ জিহাদিতে ছেয়ে গেছে। দেশকে বাঁচাতে হলে ধর্ম ব্যবসায়ী, হিংস্র ধর্মান্ধ, নারীবিদ্বেষী জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া উপায় নেই।

spot_img

Related articles

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে...

বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে! শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশকে ইস্যু করে ধর্মীয় বিভাজনে তৎপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই যে কোনওভাবে বাংলাদেশের...