Saturday, December 27, 2025

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেখান: ৩১ তারিখ দিল্লিতে জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানাবেন অভিষেক

Date:

Share post:

১ কোটি ৩৬ লক্ষের লজিক্যাল ডিসক্রিপেন্সি? তালিকা দেখান ৩১ তারিখ দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাইবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেটা দিতে না পারলে কমিশন অফিস ঘেরাও করা হবে। শনিবার সাংবাদিক বৈঠকে SIR নিয়ে নির্বাচন কমিশনকে (Election Commission) তুলোধোনা করলেন অভিষেক। স্পষ্ট জানালেন, বাংলার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে। অভিষেকের কথায়, ওরা এসআইআর করছে, বাংলার মানুষ এফআইআরে জবাব দেবে। পাশাপাশি নতুন বছরের শুরুতেই নতুন কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

SIR শুনানি পর্বের প্রথম দিনেই সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ নিয়ে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, ৩১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন তিনি। মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) সঙ্গে দেখা করে জবাব চাইবেন, কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষ মানুষের নাম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? শুধু তাই নয়, এই সংক্রান্ত পূর্ণাঙ্গ তালিকাও চাইবেন তিনি। না দিলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেনাপতি।

এসআইআরের বিভিন্ন অসংগতি নিয়ে প্রশ্ন তুলে অভিষেক। বাংলায় প্রচুর বাংলাদেশী ও রোহিঙ্গা রয়েছে- বিজেপি নেতাদের এই অভিযোগের পাল্টা ৫৮ লক্ষ ২০ হাজারের মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার তালিকা প্রকাশের দাবি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

লজিক্যাল ডিসক্রিপ্যান্সি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো থাকেন অভিষেক। তাঁর কথায়, “লজিক্যাল ডিসক্রিপ্যান্সি আছে বলে একটা লিস্ট ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার কোনও প্রমাণ নেই। ১ কোটি ৩৬ লাখ মানুষের নামের পদবিতে গোলমাল আছে বলছিলেন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, ”১৬ ডিসেম্বর ওরা বলে দিল অসঙ্গতি রয়েছে। ওদের কাছে কোন জাদুকাঠি রয়েছে যে, ৮০ হাজার বিএলওকে দিয়ে সাত কোটি ডেটা একদিনে যাচাই করে দিল। অসঙ্গতির হিসাব দিয়ে দিল।” এই সংক্রান্ত তালিকা প্রকাশ না করতে পারলে নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে হবে বলেও সাফ জানান অভিষেক।

রীতিমতো তথ্য তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, এসআইআরে বাংলায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে ৭,৭৫ কোটি জনগণের মধ্যে ৫৭.৩০ লক্ষের নাম বাদ গিয়েছে। শতকরা হিসাবে ১২.৫ শতাংশ। গুজরাটে ৯.৯৫ শতাংশ হিসাবে ৬০.৪১ কোটি মানুষের নাম বাদ গিয়েছে। ছত্তিশগড়ে ৩.১২ লক্ষ। শতকরা হিসাবে ৮.৭৬ শতাংশ। সিপিএমের কেরলে ৩.৬২ কোটির মধ্যে ২৪.৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। ৬.৬৫ শতাংশ হারে নাম বাদ গিয়েছে। বাংলায় ১০.৫ কোটির মধ্যে ৫.৭৯ শতাংশ হারে ৫৮.২০ লক্ষের নাম বাদ গিয়েছে। সুতরাং অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা সব থেকে কম।

spot_img

Related articles

দীপু দাস খুনে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন! মোদিকে নিশানা অভিষেকের

বাংলাদেশে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে দীপু দাসকে খুনের ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।...

নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

নন্দীগ্রাম নিয়ে এবার বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এলাকার মানুষের দাবি মেনে এবার...

চন্দ্রভাগার উপর নতুন জলবিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, চাপ বাড়ছে ইসলামাবাদের!

প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত আবহে (Indus Water Treaty suspended)এবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে চন্দ্রভাগা নদীর...

‘সফট টার্গেট’ বয়স্করাই! SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি প্রতিনিধি দলের

নিজেদের পছন্দমতো ভোটার বাছাই করার চেষ্টা চলছে! এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার...