মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে পর্দায় প্রাণ দিয়েছেন কোয়েল মল্লিক। বহুদিন পরে অ্যাকশন অবতারে মাঠে নামলেন কোয়েল। হাজারো বাধা বিপত্তি কাটিয়ে শ্যুটিং শেষ করে অবশেষে দর্শকদের সামনে অরিন্দম শীলের ‘মিতিন’।

এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ—“Mitin – Ekti Khunir Sandhaney”—নির্দেশনার দায়িত্বে অরিন্দম শীল সুচারু ভূমিকা পালন করেছেন সেই বিষয়ে সন্দেহ নেই। সুচিত্রা ভট্টাচার্যের গল্প ‘মেঘের পরে মেঘ’ থেকে নির্মিত এই ছবি জুড়েই ছিল বাস্তবতা ও মানবিকতা। প্রতিটি চরিত্র নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বারবার বদলে দিচ্ছে ঘটনাপ্রবাহের গতি।

শুক্রবার সন্ধ্যায় সাউথ সিটি মিলে হয়ে গেল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। ছবি শুরুর আগেই জমে গিয়েছিল আইনক্স চত্বর। কোয়েল ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, অরিন্দম শীল, শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা, ঋষি কৌশিক, জিৎ গাঙ্গুলী, অনুসূয়া মজুমদার, অভিনেত্রী ও জনপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস প্রমুখ।
তৃতীয় মিতিন দর্শকদের বেশি ভালো লাগবে বলেই আশাবাদী পরিচালক তবে সুচিত্রা ভট্টাচার্যর সৃষ্টির ওপর কাজ করা যে ঠিক কতটা পরিশ্রমের সেই কথাও স্পষ্ট জানিয়েছেন খোদ পর্দার মিতিন। ‘দর্শকের ভাল লাগছে এটাই সবথেকে বড় পাওনা’, মনে করছেন কোয়েল মল্লিক। জীবনে প্রথমবার পণ্ডিত অজয় চক্রবর্তীর স্ত্রী এবার গান গেয়েছেন এই ছবিতে। জিৎ গাঙ্গুলির সুর, সুতপা বসুর লেখা, আর চন্দনা চক্রবর্তীর কণ্ঠে অনুসূয়া মজুমদারের লিপে গানটি ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ছবিকে যে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে সেই কথা জানিয়ে দিলেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। অরিন্দম যদিও এই বিষয়ে জানান অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাংলা ছবিতে একটা গজল ফিরিয়ে আনার। কিন্তু চাইলেই সব পাওয়া যায় না। বাংলা ছায়াছবিতে গান সিয়েচুশন অনুযায়ী হয়। তেমন মুহূর্ত তৈরি হচ্ছিল না। তাই এবার সুযোগ হাতছাড়া করা গেল না।

প্রসঙ্গত, এই ছবির চিত্রগ্রহণে রয়েছেন অনুপ সিংহ, সম্পাদনায় সংলাপ ভৌমিক, গল্প-স্ক্রিপ্ট ও সংলাপে পদ্মনাভ দাশগুপ্ত ও অরিন্দম শীল। সঙ্গীত পরিচালনায় জমিয়ে দিয়েছেন জিৎ গাঙ্গুলী, সুর আর ব্যাকগ্রাউন্ড স্কোরে রথিজিৎ ভট্টাচার্য। বলাই যায় আপাতত সব মিলিয়ে এক নিখুঁত রহস্যমোড়া পরিবেশ মিতিন ঘিরে।

–

–

–

–

–
–


