দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় এবার নন্দীগ্রামে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় শুক্রবার। এরপরই শনিবার সাতসকালে পুলিশের উপর চড়াও রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রাম থানায় (Nandigram police station)পুলিশকে রীতিমতো ধমক দিয়ে ফল ভুগতে হবে বলে হুমকি দিতেও দেখা যায় তাঁকে।

গত ২৫ ডিসেম্বর তৃণমূলের তরফে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ প্রচার করা হচ্ছিল। সেখানেই হামলা চালান বিজেপি কর্মী- সমর্থকেরা। ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণও করা হয়। আক্রান্তরা এরপর থানায় অভিযোগ করলে ভেকুটিয়ার মণ্ডল সভাপতির ভাইকে ভাঙচুর করার গ্রেফতার করে পুলিশ। এরপরই সকালে থানায় গিয়ে পুলিশকে হুমকি দেন শুভেন্দু। বলেন, পুলিশ যা করেছে তার ফল ভোগ করতে হবে। এমনকি নির্বাচনের পর সরকাল বদল হলে সব হিসেব নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা নন্দীগ্রামের বিধায়ককে একহাত নেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, “বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে, আর বিজেপির কর্মী বলে পুলিশ কিছু করতে পারবে না? অন্যদিকে তৃণমূলকর্মীকে যখন গ্রেফতার করা হয়েছে ভবানীপুর থানায়, তখন কোনও তৃণমূল নেতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাননি। বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে তাতে বিজেপি কিছু বলছে না!”

–
–

–

–

–

–

–

–


