টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার একদিনের দল(ODI Team) নিয়েও বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের দলে(ODI Team) বেশ কিছু পরিবর্তন হতে পারে। প্রথমত চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমান গিল। তার ফলে যশস্বী জয়সওয়াল বা রুতুরাজ গায়কোয়াড়কে। গিল ফিরলেও শ্রেয়স আইয়ারের এই সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা কম।

বিসিসিআই সূত্রে খবর, পন্থের এক দিনের দল থেকে বাদ পড়া এক প্রকার নিশ্চিত। ঋষভ পন্থ শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এবার নিউজিল্যান্ড সিরিজে তাঁকে স্কোয়াড থেকেই বাদ দিতে পারে বোর্ড।

একদিনের দলে উইকেটরক্ষক কেএল রাহুল। তাঁর বিকল্প হিসাবে ফেরানো হতে পারে ঈশান কিষাণকে। দক্ষিণ আফ্রিকায় গিল এবং আইয়ার অনুপস্থিত থাকায়, কেএল রাহুল ওডিআই দলের দায়িত্ব নেন এবং ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জিতিয়েছিলেন। এখন গিল দলে ফিরে আসায়, নিউজিল্যান্ড সিরিজের জন্য নেতৃত্ব কাঠামো তার মূল রূপে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ। ওই সিরিজে ফের বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলা নিশ্চিত। বোলিং বিভাগে বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই

–

–

–

–

–



