এসআইআর নিয়ে বঙ্গে মানুষের ভোগান্তির আর শেষ নেই। শুনানির সঠিক ব্যবস্থা না থাকার ফলে বারবার হয়রানির অভিযোগও তুলেছেন অনেকে। সোমবার এসআইআর সংক্রান্ত একটি শুনানি কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়েন স্পেশাল রোল অবজারভার সি. মুরুগন (Special Roll Observer C Murugan)। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর গাড়িতে হামলা করে কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মাগরাহাটে।

অভিযোগ ওঠে, কমিশন বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি গিয়ে শুনানি করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তা কার্যকর হচ্ছে না। এসআইআরের শুনানির নামে সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ ও অসুস্থ ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে অনেকেই সমস্যায় পড়ছেন। ক্ষুব্ধ জনতার অভিযোগ, বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও কেন তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উচিত ছিল বয়স্কদের জন্য বাড়িতে শুনানির ব্যবস্থা করা। আরও পড়ুন: এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

পাশাপাশি এসআইআর সংক্রান্ত শুনানির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ভোটারদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন বিএলএ-২ প্রতিনিধিদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও শুরু হয় প্রতিবাদ। সেই সময় স্কুলের হেয়ারিং সেন্টারের ভিতরে নথিপত্র যাচাইয়ের কাজ করছিলেন মুরুগন। সেখান থেকে গাড়ি করে বাইরে বেরোতেই বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে হামলা করে বলে অভিযোগ। শেষে পুলিশ গিয়ে ঘটনা সামাল দেয়।
–

–

–

–

–

–



