বছর শেষে জমজমাট শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। মঙ্গলবার ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি ১-০ গোলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি-কে হারাল।

লিগে এই প্রথম হারের মুখ দেখল সুন্দরবন। নর্থবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে দাপট ছিল সুন্দরবনের। কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্যের নর্থবেঙ্গলকে টলানো যায়নি। উত্তরবঙ্গের দলের জয়ের গোলরক্ষক রাজা বর্মণের। ম্যাচের শেষ মুহূর্তে, সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করলেন আব্দুল সামেদ আঙ্গো।এই হারের ফলে শীর্ষে উঠা হল মেহতাবের দলের। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল সুন্দরবন। নর্থবেঙ্গল ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

বেঙ্গল সুপার লিগে (Bengal Super League) দিনের দ্বিতীয় ম্যাচে বোলপুর স্টেডিয়ামে, কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলো নর্থ ২৪ পরগণা এফসি। ম্যাচের ২৯ মিনিটে রোমিংথাঙ্গার গোলে নর্থ ২৪ পরগণাস্ এফসি এগিয়ে যাওয়ার পর ৪২ মিনিটে মার্শাল হেম্বরমের গোলে সমতা ফেরায় কোপা টাইগার্স বীরভূম। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
বছরের শেষ দিনে ঘরের মাঠে বর্ধমান ব্লাস্টার্স খেলবে হাওড়া-হুগলি ওয়ারিওর্সের বিরুদ্ধে।



