পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সাম্প্রতিক সময়ে কি মেজাজের রাশ ধরে রাখতে পারছেন না ম্যাগনাস কার্লসেন? (Magnus Carlsen) গুকেশ ডোম্মারাজুর পর এবার অর্জুন ইরাইগিসির (Arjun Erigaisi) আরও এক ভারতীয়ের কাছে হেরে মেজাজ হারালেন নরওয়ের এই দাবাড়ু।

চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিলেন ভারতের অর্জুন এবং কার্লসেন। শুরু থেকেই ভালোই টক্কর চলছিল দুই দাবাড়ুর। কিন্তু খেলার শেষ দিকে অর্জুনের নিখুঁত টেকনিকের সামনে খেই হারিয়ে ফেলেন কার্লসেন। হার নিশ্চিত বুঝতেই মেজাজ হারান তিনি। আচমকা চেয়ার ছেড়ে এমনভাবে লাফিয়ে ওঠেন যে, দাবার ঘুঁটিগুলো বোর্ড থেকে ছিটকে যায়।

অগ্নিশর্মা কার্লসেনকে (Magnus Carlsen) দেখে অবাক হয়ে যায় আশে পাশে থাকা ব্যক্তিরা।। এই জয়ের সঙ্গেই ১১ রাউন্ডে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে আছেন ভারতীয় দাবাড়ু।
তবে কার্লসেনের এমন ব্যবহার এই প্রথম নয়। এর আগে গুকেশের কাছে হেরেও টেবিল চাপড়েছিলেন তিনি। কয়েকদিন আগেই রাশিয়ার ভ্লাদিস্লাভ আর্টেমিয়েভের কাছে হেরে ধাক্কা মেরেছিলেন খোদ চিত্রগ্রাহককে। দাবাড়ু মানেই ঠান্ডা মাথার মানুষ, কিন্তু কার্লসেনের মেজাজ থাকছে সপ্তমে চড়ে। অর্জুনের জয়ের দিনেই হেরেছেন ডি গুকেশ।

–

–

–

–

–



