Tuesday, December 30, 2025

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! মৃত কমপক্ষে ৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! ঘটনাটি ঘটেছে আলমোড়া জেলার পাহাড়ি রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। তাঁদের মধ্যে ৩ জন মহিলা ৪ জন পুরুষ। আহত হয়েছেন ১২ জন, এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। চলছে উদ্ধারকার্য। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷

মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ওই বাসটি দ্বারহাট নোবাডা থেকে রামনগরের দিকে যাচ্ছিল। বাসটি ভিকিয়াসৈন-বিনায়ক রোডের শিলাপানির কাছে পৌঁছতেই দুর্ঘটনাটি ঘটে । হঠাৎই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি কয়েক শো ফুট গভীর খাদে পড়ে যায়। সেই সময় বাসে চালক ও কন্ডাক্টর-সহ মোট ১৯ জন যাত্রী ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, জেলা প্রশাসন এবং স্টেট ডিসাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর দল। আরও পড়ুন: SIR ভোগান্তিতেই বাবার মৃত্যু! জ্ঞানেশ-মনোজের বিরুদ্ধে FIR দুর্জনপুত্রের

আলমোড়া জেলার বিপর্যয় মোকাবিলা দফতরে অফিসার বিনীত পাল জানিয়েছেন, “আহতদের চিকিৎসার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।” শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি লিখেছেন, “উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা । আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক ৷” শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। তিনি লিখেছেন, “ভিকিয়াসৈন থেকে আলমোড়ার রামনগরগামী একটি বাস ভিকিয়াসৈন-বিনায়ক মোটর রোডে দুর্ঘটনার শিকার হয় ৷ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ৷ জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ আমি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

spot_img

Related articles

SIR শুনানিতে ডাক জয় গোস্বামীকেও! বিরোধিতায় সরব ব্রাত্য-কুণালরা, ক্ষুব্ধ সুজনও

এবার এসআইআর শুনানিতে জয় গোস্বামীকে তলব নির্বাচন কমিশনের! রাজ্যে শুরু হয়েছে এসাইআরের হেয়ারিং পর্ব। যার জেরে এবার ভোগান্তির...

স্বাধীনোত্তর ভারতে ‘অপদার্থতম’ স্বরাষ্ট্রমন্ত্রী: দিল্লি যাওয়ার আগে শাহকে তীব্র কটাক্ষ অভিষেকের

"ভারত যেদিন থেকে স্বাধীন হয়েছে তারপর থেকে সবথেকে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ"। দিল্লি যাওয়ার আগে মঙ্গলবার...

কঠোর পদক্ষেপ আর উন্নয়নের জেরে ২০২৫-এ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করছে মোদি সরকার

২০২৫ সাল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইতিহাসে এক বিরল মুহূর্ত, যখন রাষ্ট্র অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করতে পেরেছে। কয়েক দশকের...

বাঙালি অভিনেত্রীর সঙ্গে চ্যাট করতেন সূর্য, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বলিউডের বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের ( Khushi Mukherjee) মুখে ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)...