Wednesday, January 21, 2026

সংগঠন বাড়াতে সেই দিলীপেই ভরসা! শাহ ডাকতে বাধ্য হলেন প্রাক্তন রাজ্য সভাপতিকে

Date:

Share post:

বঙ্গ বিজেপি সন্তর্পণে তাঁকে বাদ দিয়ে চলে। তার ফলও হাতেনাতে পেয়েছে বিজেপি। তলানিতে গিয়ে ঠেকেছে বিজেপির ভোট ব্যাঙ্ক। আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝেই এবার খোদ অমিত শাহ (Amit Shah) বৈঠকে ডেকে পাঠালেন দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। স্পষ্ট হয়ে গেল, বর্তমান রাজ্য নেতৃ্ত্বের উপর নির্ভর করতে হলেও আদতে বিজেপিকে বাংলায় রক্ষা করতে পারেন দিলীপ ঘোষই।

মঙ্গলবার রাজ্যের বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সেকেন্ড ইন-কমান্ড অমিত শাহ। ফলে সেখানে প্রাক্তন সাংসদকে ডাকার প্রয়োজন ছিল না। তবে বুধবার সাংগঠনিক বৈঠকে ডাক পড়ল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য-সহ রাজ্যের শীর্ষ নেতারা।

মূলত রাজ্যের নেতৃত্বদের দিল্লি থেকে নির্দেশ দেওয়ার কাজ হয় বুধবারের সকালে বৈঠকে। সেই সঙ্গে সেই সব নির্দেশ পালনে কোথাও সমস্যা হতে পারে, এমন মনে করা হলে, তা নিয়েও আলোচনা হয়। আর রাজ্যের সমস্যা বা দল পরিচালনায় কোনও বার্তা দিলীপ ঘোষের (Dilip Ghosh) থেকে গ্রহণ করা যে গুরুত্বপূর্ণ হবে, বৈঠকে তাঁকে ডেকে কার্যত তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ (Amit Shah)। নির্বাচনের আগে যেভাবে বঙ্গ বিজেপির নতুন নেতারা দিলীপ ঘোষের সঙ্গে পুরোনো নেতাদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে, সেখানে দিল্লির নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে দিলীপকেই।

আরও পড়ুন : স্বাধীনোত্তর ভারতে ‘অপদার্থতম’ স্বরাষ্ট্রমন্ত্রী: দিল্লি যাওয়ার আগে শাহকে তীব্র কটাক্ষ অভিষেকের

তবে নির্বাচনের আগে আদি নব্য দ্বন্দ্বে যে জর্জরিত বঙ্গ বিজেপি (BJP Bengal), আবারও স্পষ্ট হয়ে গেল অমিত শাহর বঙ্গ সফরে। দ্বন্দ্ব মিটিয়ে দুপক্ষকে একপক্ষে করতেই জেরবার শাহ। তাঁর সফরের পরে সেই দ্বন্দ্ব আদতে কতটা মিটবে, তা প্রমাণিত হবে আসন্ন সাম্প্রতিক বিজেপির কর্মসূচিতেই।

spot_img

Related articles

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ...

কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কি রাজ্য পুলিশের হাত পা বাঁধা? এবার সেই ধোঁয়াশা পরিষ্কার...

দেড় দশক পর বইমেলায় ফিরছে চিন, ২২ জানুয়ারি উদ্বােধন করবেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ ১৫ বছরের প্রতীক্ষার অবসান। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আবার ফিরছে চিন। ২০১১ সালে শেষবার মেলায় যোগ দিয়েছিল তারা।...

লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোগান্তি নয়! SIR-এর ‘সুপ্রিম’-বিধি মেনে জেলাশাসকদের কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

এসআইআর সংক্রান্ত শুনানি এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত...