Wednesday, December 31, 2025

সংগঠন বাড়াতে সেই দিলীপেই ভরসা! শাহ ডাকতে বাধ্য হলেন প্রাক্তন রাজ্য সভাপতিকে

Date:

Share post:

বঙ্গ বিজেপি সন্তর্পণে তাঁকে বাদ দিয়ে চলে। তার ফলও হাতেনাতে পেয়েছে বিজেপি। তলানিতে গিয়ে ঠেকেছে বিজেপির ভোট ব্যাঙ্ক। আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝেই এবার খোদ অমিত শাহ (Amit Shah) বৈঠকে ডেকে পাঠালেন দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। স্পষ্ট হয়ে গেল, বর্তমান রাজ্য নেতৃ্ত্বের উপর নির্ভর করতে হলেও আদতে বিজেপিকে বাংলায় রক্ষা করতে পারেন দিলীপ ঘোষই।

মঙ্গলবার রাজ্যের বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সেকেন্ড ইন-কমান্ড অমিত শাহ। ফলে সেখানে প্রাক্তন সাংসদকে ডাকার প্রয়োজন ছিল না। তবে বুধবার সাংগঠনিক বৈঠকে ডাক পড়ল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য-সহ রাজ্যের শীর্ষ নেতারা।

মূলত রাজ্যের নেতৃত্বদের দিল্লি থেকে নির্দেশ দেওয়ার কাজ হয় বুধবারের সকালে বৈঠকে। সেই সঙ্গে সেই সব নির্দেশ পালনে কোথাও সমস্যা হতে পারে, এমন মনে করা হলে, তা নিয়েও আলোচনা হয়। আর রাজ্যের সমস্যা বা দল পরিচালনায় কোনও বার্তা দিলীপ ঘোষের (Dilip Ghosh) থেকে গ্রহণ করা যে গুরুত্বপূর্ণ হবে, বৈঠকে তাঁকে ডেকে কার্যত তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ (Amit Shah)। নির্বাচনের আগে যেভাবে বঙ্গ বিজেপির নতুন নেতারা দিলীপ ঘোষের সঙ্গে পুরোনো নেতাদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে, সেখানে দিল্লির নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে দিলীপকেই।

আরও পড়ুন : স্বাধীনোত্তর ভারতে ‘অপদার্থতম’ স্বরাষ্ট্রমন্ত্রী: দিল্লি যাওয়ার আগে শাহকে তীব্র কটাক্ষ অভিষেকের

তবে নির্বাচনের আগে আদি নব্য দ্বন্দ্বে যে জর্জরিত বঙ্গ বিজেপি (BJP Bengal), আবারও স্পষ্ট হয়ে গেল অমিত শাহর বঙ্গ সফরে। দ্বন্দ্ব মিটিয়ে দুপক্ষকে একপক্ষে করতেই জেরবার শাহ। তাঁর সফরের পরে সেই দ্বন্দ্ব আদতে কতটা মিটবে, তা প্রমাণিত হবে আসন্ন সাম্প্রতিক বিজেপির কর্মসূচিতেই।

spot_img

Related articles

২০২৫ সালের অর্থনৈতিক সংস্কার: ভবিষ্যৎ ভারত গড়ার প্রস্তুতি

২০২৫ সালের অর্থনৈতিক সংস্কারগুলি ভারতীয় শাসনব্যবস্থার একটি পরিণত পর্যায়কে প্রতিফলিত করে, যেখানে নিয়ন্ত্রক পরিকাঠামো সম্প্রসারণের পরিবর্তে পরিমাপযোগ্য ফলাফল...

জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেন, আহত একাধিক

উত্তরাখণ্ডের (Uttarakhand )চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষ(Tunnel Train Acciden), আহত কমপক্ষে ৬০ জন। মঙ্গলবার রাতে...

বিজেপি রাজ্যে বাঙালি নির্যাতন, একটাও কথা বললেন না শাহ! প্রশ্ন তৃণমূলের

বাংলায় ক্ষমতায় এলে বাঙালির জন্য না কি বিজেপি প্রভূত উন্নয়ন করবে। অথচ সাম্প্রতিক উদাহরণ স্পষ্ট করছে, কীভাবে শুধুমাত্র...

জোড়া সুখবর বঙ্গ শিবিরে, বড় জয়ের দিনেই শামির প্রত্যাবর্তনের ইঙ্গিত

২০২৫ সালের শেষ দিন দারুণ ভাবে শেষ করল বাংলা(Bengal) দল, জম্মু-কাশ্মীরকে ৯ উইকেটে উড়িয়ে দিল।এই জয় নেট রান...