নতুন বছরের প্রথম মাসেই মহানগরীতে (Kolkata) এ আর রহমানের (AR Rahman concert) কনসার্ট দেখার সৌভাগ্য হচ্ছে না অনুরাগীদের। অপেক্ষা করতে হবে আরও চার মাস। মন খারাপ সংগীতপ্রেমীদের। মঙ্গলবার রাতেই ‘দ্য ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অন্তর্গত এই অনুষ্ঠানের নতুন দিন ঘোষণা করেছেন আয়োজকরা।

১৩ বছর পর কলকাতায় আসার কথা ছিল রহমানের।অস্কারজয়ী সুরকারের অনুষ্ঠান (AR Rahman concert) ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। আগামী ১১ জানুয়ারি তাঁর শো হওয়ার কথা ছিল৷ তবে এবার বহু প্রতীক্ষিত ওই অনুষ্ঠানের দিন পিছিয়ে নির্ধারিত হয়েছে ১১ এপ্রিল৷ ঐদিন ৫ ঘণ্টা ধরে মঞ্চ কাঁপাবেন রহমান। যদি এখনও অনুষ্ঠানস্থল প্রসঙ্গে কিছু জানানো হয়নি। কেন দিন পরিবর্তন করা হল তাও স্পষ্ট নয়।

–
–

–

–

–

–

–

–


