Wednesday, January 21, 2026

২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

Date:

Share post:

ডিজিটাল যুগে ভাইরাল হওয়া এখন আর শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা মাত্র। এবছরই একাধিক সাধারণ মানুষ তাঁদের স্বাভাবিক জীবন, দক্ষতা ও ব্যক্তিত্বের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় (Social Media) আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁদের কেউ হঠাৎ একটি ছবি থেকে, কেউ আবার ধারাবাহিক কনটেন্টের মাধ্যমে হয়ে উঠেছেন “ইন্টারনেট সেনসেশন”।

মহাকুম্ভের ‘মোনালিসা’- মহাকুম্ভ মেলায় তোলা একটি ছবি ও ভিডিও থেকেই হঠাৎ আলোচনায় আসেন মোনালিসা। তাঁর স্বাভাবিক সৌন্দর্য, শান্ত দৃষ্টি ও এক্সপ্রেশন নেটিজেনদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই ছবিটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং তাঁকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তাঁকে ‘Mahakumbh ki Mona Lisa’ নামে ডাকতে শুরু করেন।

দর্শনের পথে আইআইটি বাবা- এক সময়ের আইআইটি ছাত্র, বর্তমানে সন্ন্যাসী—এই বিপরীত জীবনযাত্রার গল্পই আইআইটি বাবা-কে ভাইরাল করে তোলে। তাঁর জীবনদর্শন, আধ্যাত্মিক চিন্তাভাবনা ও সহজ ভাষায় বলা কথাবার্তা ভিডিও ক্লিপের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তরুণদের একটি বড় অংশ তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়।

রাজু কলাকার- রাস্তার পাশে দাঁড়িয়ে গান গাওয়ার একটি ভিডিও থেকেই পরিচিতি পান রাজু কলাকার। তাঁর কণ্ঠ ও আবেগপূর্ণ পরিবেশনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। লক্ষ লক্ষ ভিউয়ের পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও তাঁর গল্প উঠে আসে, যা প্রমাণ করে প্রতিভার জন্য বড় মঞ্চ সব সময় প্রয়োজন হয় না। তাঁর ভাইরাল একটি গান ‘তুনে দিল কি রাকিবো সাংগ মেরে’

কোলাপুর মেকআপ আর্টিস্ট সোনালি- কোলাপুরের মেকআপ আর্টিস্ট সোনালি তাঁর রিহান মেকআপ ট্রান্সফরমেশন রিলসের মাধ্যমে ভাইরাল হন। সাধারণ মানুষের রূপান্তরের এই ভিডিওগুলো দর্শকদের আকর্ষণ করে। তাঁর কাজের নিখুঁত দক্ষতা ও পরিশ্রমই তাঁকে পরিচিত মুখে পরিণত করে।

আত্মবিশ্বাসের প্রতীক ব্যান্ডানা গার্ল- সাধারণ পোশাক, ব্যান্ডানা স্টাইল ও আত্মবিশ্বাসীর জন্য ব্যান্ডানা গার্ল দ্রুত জনপ্রিয়তা পান। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওগুলো তরুণদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করে এবং আত্মবিশ্বাস নিয়ে নতুন আলোচনার জন্ম দেয়।

ভারেন্য বারবরা- অসমের ভারেন্য বারবরা খুব অল্প বয়সেই মিলিয়ন ফলোয়ার অর্জন করে নজর কাড়েন। তাঁর কনটেন্ট ও উপস্থিতি প্রমাণ করে যে বয়স নয়, ধারাবাহিকতা ও সৃজনশীলতাই ডিজিটাল সাফল্যের মূল চাবিকাঠি।

সময় রেইনা- স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে পরিচিত সময় রেইনা ২০২৫ সালে শুধুমাত্র মঞ্চের পারফরম্যান্স নয়, বরং দৈনন্দিন জীবনের সাধারণ মুহূর্তের ভিডিও দিয়েও ভাইরাল হন। তাঁর স্বতঃস্ফূর্ততা ও রসবোধ দর্শকদের কাছে তাঁকে আরও গ্রহণযোগ্য করে তোলে।

সোশ্যাল মিডিয়া আজ এমন এক মঞ্চ, যেখানে সাধারণ মানুষও অল্প সময়ের মধ্যেই হয়ে উঠতে পারেন পরিচিত মুখ। কিন্তু ২০২৫ সাল দেখিয়ে দিল, ভাইরাল হওয়া ক্ষণস্থায়ী হলেও তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে—যদি সেই সুযোগকে সঠিকভাবে ব্যবহার করা যায়। কেউ আলো থেকে সরে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন, কেউ আবার ভাইরাল পরিচিতিকে পেশাগত সাফল্যে রূপ দিয়েছেন। ডিজিটাল দুনিয়ায় ভাইরাল হওয়ার গল্প তাই শুধু খ্যাতির নয়, বরং সময়ের সঙ্গে নিজেকে সামলে নেওয়ারও এক বাস্তব দলিল।

spot_img

Related articles

IPL:পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, সূচি তৈরিতে বোর্ড তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) পর্ব মিটলই শুরু আইপিএলের(IPL) মেগা ধামাকা। সাধারণতে মার্চের শেষ সপ্তাহ থেকেই আইপিএল শুরু হয়।...

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি! বাড়ল নিরাপত্তা 

সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে...

স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের, ব্যাহত যান চলাচল

সরকারি ছুটি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বুধের সকালে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের জেরে সেক্টর ফাইভে ব্যাহত...

আজ একাদশ-দ্বাদশের নিয়োগের মেধাতালিকা প্রকাশ, চলতি মাসেই কাউন্সেলিং শুরুর সম্ভাবনা 

বুধবার প্রকাশিত হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা (Final merit list for recruitment of teachers for class...