শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘হোক কলরব’ (Hok Kolorob)সিনেমার সংলাপ বিতর্কে এবার প্রতিক্রিয়া দিলেন স্বয়ং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ইচ্ছাকৃতভাবে বিজেপির (BJP) আইটি সেল বিতর্ক তৈরি করছে বলে বিস্ফোরক পরিচালক-বিধায়ক। বাংলা বিরোধীদের প্ররোচনায় পা না দেওয়ার জন্য দর্শকদের অনুরোধ করেছেন তিনি। আজ থেকে প্রায় এগারো বছর আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সেই স্লোগানকে এবার সিনেমার টাইটেলে ব্যবহার করেছেন রাজ (Raj Chakraborty)। এই সিনেমার একটি সংলাপে “ঝুলি না ঝোলাই” বক্তব্যের সঙ্গে ‘ক্ষুদিরাম’ চরিত্রের নাম জড়িত থাকায় বাংলার বিপ্লবীকে অসম্মান অবমান করার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। এবার মুখ খুললেন রাজ।


মঙ্গলবার সকাল থেকেই বিতর্ক দানা বাঁধতে বিকেলের পরে নিজের বক্তব্য তুলে ধরেন পরিচালক। তিনি বলেন, “আমার ছবির নাম ‘হোক কলরব’ যেটা ২৩শে জানুয়ারি ২০২৬-এ রিলিজ করবে। তার একটা টিজার রিলিজ করেছে যেখানে আমাদের প্রধান চরিত্র শাশ্বত চট্টোপাধ্যায় একজন পুলিস অফিসার, তাঁর নাম হচ্ছে ক্ষুদিরাম চাকী। তাঁর মুখে একটা ডায়লগ আছে— ‘আমি ঝুলি না, ঝোলাই’। এটা নিয়েই কিছু মানুষ বিতর্ক শুরু করেছে। প্রথমদিন থেকে আমি ফলো করছিলাম, এটা বিজেপি আইটি সেলের কাজ।দয়া করে, ওদের ফাঁদে পা দেবেন না। টিজার দেখে তো সবটা বোঝা যায় না। এখানে কোনও মহান ব্যক্তিত্বকে, অসম্মান করা হয়নি। বাঙালিরা জ্ঞানত তা করবে না। আর যাঁরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রবীন্দ্রনাথকে অসম্মান করে, তাদের প্রোপাগন্ডায় কান দেবেন না।” রাজ জানিয়েছেন সিনেমার টিজার দেখে সম্পূর্ণটা বোঝা যায় না। এই ছবিতে ক্ষুদিরাম চাকী একজন পুলিশ অফিসার। সিনেমায় কোন পরিস্থিতিতে এমন কথা বলেছেন, সেটা সিনেমা না দেখলে দর্শকের কাছে পরিষ্কার হবে না। তবে এর সঙ্গে শহিদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর কোনও সংযোগ বা সম্পর্কই নেই৷ তাঁর আশ্বাস, প্রয়োজনে তিনি আরও বিশিষ্ট মানুষের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন৷

–
–

–

–

–

–

–

–


