Tuesday, January 20, 2026

বাংলা বিরোধীদের প্রোপাগান্ডায় কান দেবেন না, ‘হোক কলরব’ বিতর্কে সতর্ক করলেন রাজ

Date:

Share post:

শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘হোক কলরব’ (Hok Kolorob)সিনেমার সংলাপ বিতর্কে এবার প্রতিক্রিয়া দিলেন স্বয়ং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ইচ্ছাকৃতভাবে বিজেপির (BJP) আইটি সেল বিতর্ক তৈরি করছে বলে বিস্ফোরক পরিচালক-বিধায়ক। বাংলা বিরোধীদের প্ররোচনায় পা না দেওয়ার জন্য দর্শকদের অনুরোধ করেছেন তিনি। আজ থেকে প্রায় এগারো বছর আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, সেই স্লোগানকে এবার সিনেমার টাইটেলে ব্যবহার করেছেন রাজ (Raj Chakraborty)। এই সিনেমার একটি সংলাপে “ঝুলি না ঝোলাই” বক্তব্যের সঙ্গে ‘ক্ষুদিরাম’ চরিত্রের নাম জড়িত থাকায় বাংলার বিপ্লবীকে অসম্মান অবমান করার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। এবার মুখ খুললেন রাজ।

মঙ্গলবার সকাল থেকেই বিতর্ক দানা বাঁধতে বিকেলের পরে নিজের বক্তব্য তুলে ধরেন পরিচালক। তিনি বলেন, “আমার ছবির নাম ‘হোক কলরব’ যেটা ২৩শে জানুয়ারি ২০২৬-এ রিলিজ করবে। তার একটা টিজার রিলিজ করেছে যেখানে আমাদের প্রধান চরিত্র শাশ্বত চট্টোপাধ্যায় একজন পুলিস অফিসার, তাঁর নাম হচ্ছে ক্ষুদিরাম চাকী। তাঁর মুখে একটা ডায়লগ আছে— ‘আমি ঝুলি না, ঝোলাই’। এটা নিয়েই কিছু মানুষ বিতর্ক শুরু করেছে। প্রথমদিন থেকে আমি ফলো করছিলাম, এটা বিজেপি আইটি সেলের কাজ।দয়া করে, ওদের ফাঁদে পা দেবেন না। টিজার দেখে তো সবটা বোঝা যায় না। এখানে কোনও মহান ব্যক্তিত্বকে, অসম্মান করা হয়নি। বাঙালিরা জ্ঞানত তা করবে না। আর যাঁরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রবীন্দ্রনাথকে অসম্মান করে, তাদের প্রোপাগন্ডায় কান দেবেন না।” রাজ জানিয়েছেন সিনেমার টিজার দেখে সম্পূর্ণটা বোঝা যায় না। এই ছবিতে ক্ষুদিরাম চাকী একজন পুলিশ অফিসার। সিনেমায় কোন পরিস্থিতিতে এমন কথা বলেছেন, সেটা সিনেমা না দেখলে দর্শকের কাছে পরিষ্কার হবে না। তবে এর সঙ্গে শহিদ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর কোনও সংযোগ বা সম্পর্কই নেই৷ তাঁর আশ্বাস, প্রয়োজনে তিনি আরও বিশিষ্ট মানুষের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলবেন৷

 

spot_img

Related articles

খেলছেন শুধু ওডিআইতে, বেতন কমছে বিরাট-রোহিতের!

টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা(Virat Kohli-Rohit Sharma)। বর্তমানে ভারতের হয়ে শুধু...

হাজারের বেশি মাদ্রাসার সরকারি স্বীকৃতি, জেলাস্তরে চলছে যোগ্যতা যাচাই

এক হাজারেরও বেশি অনুদানহীন মাদ্রাসাকে (Madrasa Education) স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার (Nabanna)। নতুন স্বীকৃত এই মাদ্রাসাগুলিতে কর্মরত শিক্ষক...

রাজ্য চাইলে বেলডাঙায় CAPF মোতায়েন, নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় এবার কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? সোমবার দায়ের হওয়া দুই জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার আদালত...

ইউনূসের শাসনে বাংলাদেশ জুড়ে বেড়েছে অপরাধ, তথ্য প্রকাশ্যে

শেখ হাসিনার (Seikh Hasina) পতনের পর বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছে মহম্মদ ইউনূসের সরকার। এরপর প্রায় এক বছর অতিক্রান্ত।...