বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার ইকো পার্কে বছরের প্রথম দিনের আনন্দ উদযাপন করতে গিয়েছিলেন ৬৬ হাজার ৪৯৪ জন! বড়দিনের ৫০ হাজার ৭০০ লোকের আগমনকে পিছনে ফেলে এক নম্বরে এই বিনোদন পার্ক।


ছাব্বিশের প্রথম দিনে কনকনে ঠান্ডা সহ্য করেই বছরের শহর জুড়ে উদ্যাপনের আমেজ ধরা পড়েছে। অন্যান্য বছরের মতো এই বছরেও সকাল থেকে রাত পর্যন্ত কলকাতার বিভিন্ন বিনোদন পার্কে উপচে পড়া ভিড়ের ছবি। পরিসংখ্যান বলছে বড়দিনের থেকেও পয়লা জানুয়ারি কলকাতার বিভিন্ন পিকনিক স্পটে বেশি মানুষের সমাগম হয়েছিল। বছরের প্রথম দিনে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) জনসমাগম তাই ৫১ হাজারের কাছাকাছি।

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে লাগাম টানতে উদ্যোগ! নয়া ‘অ্যাকশন প্ল্যান’ চালুর পথে রাজ্য
বৃহস্পতিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria memorial) গেলেন ৩৬ হাজার ৭০০ জন। অর্থাৎ তৃতীয় স্থান অধিকার করল এই সৌধ। বড়দিনের মতো ১ জানুয়ারিতেও ভিক্টোরিয়ার ভিতরের জাদুঘর খোলা ছিল না। কিন্তু সবুজ ঘাসে কেউ পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয় মানুষকে নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠলেন। ভিড়ে নিজেকে চতুর্থ স্থানে সায়েন্স সিটি (Science City)। কলকাতায় বুকে গড়ে ওঠা বিজ্ঞান নগরীতে ১ জানুয়ারি ২৪ হাজার ৮৫৮ টি টিকিট বিক্রি হয়েছে।


পর্যটক টানতে পঞ্চম স্থানে ভারতীর জাদুঘর ( Indian Museum) এবং ষষ্ঠ স্থান অধিকার করেছ নিক্কো পার্ক (Nicco Park)। মিউজিয়াম দর্শনে গেছিলেন প্রায় ৭ হাজার ৩৬৬ জন। নিক্কো পার্কে আট থেকে আশির জমিয়ে মজা করার ছবিটা ধরা পড়েছে। প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ এই পার্কে গেছিলেন বলে জানা গেছে।


–

–

–

–

–
–
–

