Friday, January 2, 2026

দিলীপ সক্রিয় হতেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! সাইবার ক্রাইম থানায় অভিযোগ রিঙ্কুর

Date:

Share post:

সক্রিয় রাজনীতিতে ফিরে আসতেই ফের বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট! অভিযোগ জানিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন দিলীপজায়া রিঙ্কু মজুমদার (Rinku Majumder)। অভিযোগ, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামের অ্যাকাউন্ট থেকে দিলীপের বিবাহিত জীবন সম্পর্কে কুৎসা ছড়ানো হচ্ছে। রিঙ্কু জানান, “অনবরত ইচ্ছাকৃত এসব চলছিল। আমি ধৈর্য্য ধরেছিলাম। কিন্তু থামছে না।“

হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত জানান বঙ্গ বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। গতবছর ১৮ এপ্রিল বিয়ে করেন বিজেপি-র এক নেত্রী রিঙ্কু মজুমদারকে। তার তার পর থেকে একটি মহল থেকে ক্রমাগত কটাক্ষ করা হয়। তবে, তাতে খুব একটা গুরুত্ব দেননি দিলীপ-রিঙ্কু। এর পরে রিঙ্কু-পুত্রের মৃত্যু পর ফের কুৎসিত মন্তব্য, গুজব ছড়ায়। তবে, কালক্রমে তা থেমেও যায়। সম্প্রতি আন্দামানে হানিমুনেও গিয়েছিলেন দিলীপ-রিঙ্কু। নতুন বছরে চমক দিয়ে সক্রিয় রাজনীতিতে ফিরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘদিন বাদে বৃহস্পতিবার বিজেপির কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন। আর এসবের মধ্যেই অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দিলীপের বিবাহিত জীবন নিয়ে কুরুচিকর পোস্ট হচ্ছে বলে অভিযোগ।

দিলীপপত্নী রিঙ্কু জানান, “অনবরত ইচ্ছাকৃত এসব চলছিল। আমি ধৈর্য্য ধরেছিলাম। কিন্তু থামছে না। আমার চরিত্র, স্বামী, পরিবার, সব কিছু নিয়েই কুরুচিকর মন্তব্য পোস্ট চলছে। অবশেষে সাইবার থানায় গিয়েছি। ওদের কড়া শাস্তি চাই।” বিধাননগর সাইবার ক্রাইম থানায় (Cyber Crime Police Station)অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু মজুমদার। দিলীপের কথায়, “অনেক দিন ধরেই এগুলো চলছে। বেশ কয়েক মাস ধরে এ ধরনের কুৎসা করা হচ্ছে। আমি খুব একটা সমাজমাধ‍্যমে থাকি না বলে আমার চোখে পড়ে না। কিন্তু আমার স্ত্রীর চোখে পড়েছে। তিনি কষ্ট পাচ্ছিলেন। আমাকে বলছিলেন যে, এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা দরকার। আমিও তাতে সম্মতি দিয়েছি। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।”

এখন প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ সক্রিয় হতেই কাদের সমস্যা হচ্ছে যে এইধরনের পোস্ট হচ্ছে! বৃহস্পতিবার নাম না করে শুভেন্দু অধিকারীর মতো দলবদলুদের নিশানা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “দলের কর্মীরা আমাকে কোনওদিন কালো পতাকা দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে। এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে। ওরা এগুলো করেছে। ওরা ঠিক করেছে না ভুল, সেটা আমি বলব না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না।” তাহলে কী দিলীপ ময়দানে নামছেন ঘোষণা করতেই, সেই আদি-নব্যের সংঘাতে এই কুরুচিকর আক্রমণ! উত্তর মিলবে পুলিশের তদন্তের পরেই।

spot_img

Related articles

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন...

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...