Friday, January 23, 2026

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

Date:

Share post:

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলায় এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির  সঙ্গে অমিত শাহ (Amit Shah) বৈঠক করেন। পরের দিনই আলোচনায় ডাকেন বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্যও। আর তারপরেই ১ জানুয়ারি সাংবাদিক বৈঠক করে দিলীপ জানান, “অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়েছি।”

ছাব্বিশের নির্বাচনের আগে রাজনীতিতে ফের সক্রিয় দিলীপ (Dilip Ghosh)। আদি-নব্যের দ্বন্দ্বে দীর্ঘদিন বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। এমনকী, মোদি-শাহর সভাতেও ডাক পেতেন না তিনি। তাহলে কোন জাদুতে তাঁর মান ভাঙালেন শাহ? কী কথা হয়েছে তাঁদের? শুক্রবার সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, “উনি কাজ করতে বলেছেন। আমি কাজে নেমে পড়েছি।” বিয়ে থেকে শুরু করে রাজ্যের আমন্ত্রণ দিঘার জগন্নাথ মন্দিরের সস্ত্রীক যাওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক- সব কিছু নিয়ে দিলীপ-কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশানা করেছিলেন সুকান্ত-শুভেন্দুরা। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার বলেছিলেন, “জগন্নাথধামে গিয়েছিলেন বলেই দলে দায়িত্ব ফিরে পেয়েছেন।” এদিন দিলীপ বলেন, “জগন্নাথ দেবের আশীর্বাদেই ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার আসবে।”

তবে, শাহি টনিকেই যে দিলীপ চাঙ্গা সেটা বৃহস্পতিবার থেকে স্পষ্ট। এদিকে, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লি ডেকে পাঠিয়েছেন অমিত শাহ। এখন বিধানসভা ভোটের আগে আদি-নব্যের দ্বন্দ্ব মিটিয়ে কী রণকৌশল সাজায় বিজেপি সেটাই দেখার।

spot_img

Related articles

বিরাট কর্মযজ্ঞ, দারুন সাড়া, ডায়মন্ড হারবার সেবাশ্রয়ে দিনে ২৫ হাজার মানুষের চিকিৎসা

মণীশ কীর্তনিয়া ডায়মন্ড হারবার টাউনের ২ নম্বর ওয়ার্ডের বন্ধন পাঠক। ৯ বছর বয়সেই হার্টে ছিদ্র। এদিক-ওদিক ঘুরে চিকিৎসার সুবিধে...

প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা, ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে হবে! নির্দেশ আদালতের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে 'ডিজিটাল প্লাটফর্ম'-এ প্রকাশের নির্দেশ দিল কলকাতা...

খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন

জল্পনা চলছিলই, শেষমেশ তাতে সিলমোহর দিল রাজ্য সরকার।খড়্গপুর পুরবোর্ড ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই...

সাক্ষী হয়েও শ্রীঘরে! নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা

ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা! ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার একটি গণধর্ষণের মামলায় সাক্ষী হয়েও সিবিআইয়ের হাতে গ্রেফতার...