৩২ বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হল মুসলিম সমাজের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা (Ijtema)। শুক্রবার থেকে হুগলি (Hoogly) জেলার দাদপুরের পুইনান গ্রামে তবলিঘি জামাতের উদ্যোগে এই সমাবেশ শুরু হয়েছে, যা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

প্রচণ্ড শীত উপেক্ষা করে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী এই ইজতেমায় অংশ নিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা দেশ থেকে প্রায় ৯০ লক্ষ মানুষের সমাগম হতে পারে। প্রায় ৫০০ বিঘা জমিতে গড়ে তোলা ইজতেমা ময়দানকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আরও পড়ুন: ‘ঘর খালি’ করতে ‘একাকী’ মেয়ের মাথা ইট দিয়ে থেঁতলে খুন বাবার! কুয়ো থেকে উদ্ধার পচাগলা দেহ

রাজ্য সরকার বিদ্যুৎ, স্বাস্থ্য, পুলিশ-সহ বিভিন্ন দফতরের মাধ্যমে সার্বিক প্রস্তুতি নিয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম, তৈরি করা হয়েছে ছ’টি অস্থায়ী হাসপাতাল ও মেডিক্যাল ক্যাম্প। গোটা এলাকা সিসিটিভি নজরদারিতে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনের তরফে বারবার এলাকা পরিদর্শন করা হয়েছে। ইজতেমায় আসা পূণ্যার্থীরা জানিয়েছেন, তাঁরা এই সমাবেশে দেশ ও বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করবেন। অংশগ্রহণকারীদের একাংশের মত, বিশ্ব ইজতেমার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।
–

–

–

–

–

–

–


