Sunday, January 4, 2026

নির্বাচনের আগেই বিজেপি জোটের ৬৮ প্রার্থী জয়ী! মহারাষ্ট্রে তদন্তের নির্দেশ কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভোটার তালিকা কারচুপি। বিধানসভা নির্বাচনে যথেচ্ছভাবে ভোটারদের নাম বাদ, কোথায় ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচনে বাজিমাতের খেলা মহারাষ্ট্রে (Maharashtra) খেলেছিল বিজেপি ও তার সহযোগীরা। কমিশনের কারচুপি ধরতে ব্যর্থ ছিল বিরোধী জোট। তবে মহারাষ্ট্রের পুরসভাগুলির নির্বাচনের আগে নিজেদের স্বচ্ছ প্রমাণে মরিয়া মহারাষ্ট্রের নির্বাচন কমিশন (state election commission)। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার ২৯ পুরসভা নির্বাচনে মনোনয়ন তোলার (nomination withdrawal)) শেষদিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের জয়ী বলে ঘোষণা স্থগিত রাখল কমিশন।

বিধানসভা নির্বাচনের পরে ফের মহারাষ্ট্রের পুরসভা ও পুরনিগমগুলির নির্বাচনের অ্যাসিড টেস্ট বিরোধীদের। এই পরিস্থিতিতে মনোনয়ন পর্বেই জয়ের দাবি প্রতিষ্ঠা করার চেষ্টায় বিজেপি-শিবসেনা-এনসিপি-র মহাযুতি। ২৯ পুরসভার মনোনয়ন তোলার শেষদিন ছিল শুক্রবার। এই পর্বের পরই দেখা যায় ৬৯ আসনে বিভিন্ন প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। তার মধ্যে ৬৮ টি আসনে জয়ী মহাযুতি জোট (Mahayuti)। বিজেপি (BJP) প্রার্থীরা জয়ী ৪৪টি আসনে। শিবসেনা (Shivsena) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে ২২টি ও এনসিপি ২টি আসনে।

আরও পড়ুন : ভর সন্ধ্যেয় দিল্লিতে চলল গুলি: পলাতক তিন অভিযুক্ত, জড়ালো গ্যাংস্টারের নাম!

এই আসনগুলিতে চাপ প্রয়োগ ও ভয় দেখানোর রাজনীতির কারণে এই সব আসনে বিরোধীরা প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে, দাবি তোলে বিরোধীরা। এরপরই এই আসনগুলিতে প্রার্থীদের জয়ী বলে ঘোষণা কার স্থগিত রাখার নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিস্তারিত তদন্তের নির্দেশও দেওয়া হয়। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রার্থীদের জয়ী ঘোষণা করা যাবে না বলেও নির্দেশ কমিশনের।

spot_img

Related articles

‘দু’দিনের টেস্ট ম্যাচ’, উৎপল সিনহার কলম

পাঁচ দিনের টেস্ট দু'দিনেই শেষ । অ্যাশেজ সিরিজ চলছে। এবার পাঁচ টেস্টের সিরিজে প্রথম এবং চতুর্থ টেস্ট ম্যাচ...

দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অহেতুক আতঙ্ক না ছড়ানোর আর্জি

দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটিতে আহত হয়েছেন তাঁরা। গীতানগর থানা...

শিক্ষা ও অনুপ্রেরণার স্বীকৃতি, গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত ইন্দ্রনাথ গুহ

শিক্ষা ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেলেন সাতীকান্ত গুহ ফাউন্ডেশনের সভাপতি শ্রী ইন্দ্রনাথ গুহ। লন্ডনভিত্তিক এনআরআই...

শুকটাবাড়ি বাংলাদেশ! নিশীথের মন্তব্যে উত্তেজনা কোচবিহারে, গ্রেফতারের দাবি তৃণমূলের

লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। এবার বিতর্কের কেন্দ্রে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...