Sunday, January 4, 2026

কমিশনের FIR চাপ: শুনানির আগে মৃত্যু BLO-র, প্রাণ গেল ভোটারেরও

Date:

Share post:

ভোটার তালিকায় গরমিলের দায় নিয়ে কমিশনের কোপে রাজ্যের তিন সরকারি আধিকারিক। নির্বাচন কমিশনের কারচুপির অভিযোগ যত প্রকাশ্যে তুলে ধরছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস, তত সরকারি কর্মীদের উপর চাপ প্রয়োগের নীতিতে ঝুঁকছে নির্বাচন কমিশন (Election Commission)। ফলে কতখানি চাপের মধ্যে কাজ করতে হচ্ছে বিএলও-র (BLO) দায়িত্বে থাকা রাজ্য সরকারি কর্মীদের, তার প্রমাণ মিলল শনিবারই। শুনানির (hearing) ডিউটির আগেই কমিশনের চাপের আশঙ্কায় প্রাণ গেল কোচবিহারের (Coochbihar) বানেশ্বরের এক স্কুল শিক্ষকের। অন্যদিকে, শুনানির পরে আদৌ ভোটার তালিকায় নাম থাকবে, না ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, সেই দুশ্চিন্তাও জারি ভোটারদের মধ্যে। সেই চিন্তায় এবার প্রাণ গেল হুগলির (Hooghly) রিষড়ার ৮৫ বছরের এক বৃদ্ধের।

বিরোধী দলনেতা রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিহারের উদাহরণ তুলে ধরে রাজ্যের বিএলও-দের হুমকি দিচ্ছিলেন। এবার দুই জেলার তিন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের নির্দেশের পরে নতুন করে আতঙ্ক বিএলও-দের মধ্যে। কোচবিহারের বানেশ্বরের পূর্ব গোপালপুর চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। কোচবিহার উত্তর বিধানসভার ইচ্ছামারি এলাকার ৩/১০৩ নম্বর বুথের বিএলও-এর (BLO) দায়িত্বে ছিলেন শিক্ষক আশিস ধর। শনিবার সেই বুথের ৩৯ জন ভোটারের শুনানি (hearing) ছিল। তার আগে শুক্রবার রাতে মানসিক চাপে অসুস্থতার পরেই মৃত্যু হয় আশিস ধরের, দাবি পরিবারের।

শুক্রবার রাতের ঘটনা বর্ণনা করে পরিবারের সদস্যদের দাবি, রাতে একটা ফোন এসেছিল এবং শুনানি বিষয়ে বেশ কিছুক্ষণ ফোনে কথা হয়। আর তারপর থেকেই তিনি অস্বাভাবিক ঘামতে শুরু করেন। আর কিছুক্ষণ পরেই অসুস্থ হলে চিকিৎসককে ডাকা হয়। পরীক্ষা করার পরে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। এদিন খবর পেয়েই মৃতের বাড়িতে যান কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনা জানান। অভিজিৎ দে ভৌমিক জানান, তিনি পরিবারকে দুশ্চিন্তার কথা বারবার বলেছিলেন । তাঁর মাকেও বলেছিলেন এত চাপ নিতে পারছিলেন না, সেই কথা।

অন্যদিকে এসআইআর-এর শুনানি পর্বে আরও এক বৃদ্ধ ভোটারের মৃত্যুর ঘটনা। শনিবার মৃত্যু হল হুগলির রিষড়ার (Rishra) বাসিন্দা ধনঞ্জয় চতুর্বেদীর। পরিবারের অভিযোগ তিনি চিন্তিত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন। শুনানিতে কোথায় যেতে হবে, কি করে যাবেন, নাম বাদ গেলে কি হবে এসব নিয়ে চিন্তা তাঁকে ঘিরে ছিল। তাই তাঁর মৃত্যুতে কমিশনের এসআইআর (SIR) প্রক্রিয়াকেই দায়ী করেছে তাঁর পরিবার।

আরও পড়ুন : নির্বাচনের আগেই বিজেপি জোটের ৬৮ প্রার্থী জয়ী! মহারাষ্ট্রে তদন্তের নির্দেশ কমিশনের

মৃতের ছেলে রাজেন্দ্র চতুর্বেদী দাবি করেন,বাবা বড় বাজারে একটি স্কুলে চাকরি করতেন। আমরা রিষড়ার বাসিন্দা প্রায় আশি বছরের। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বাড়িতেই শয্যাশায়ী হয়েছিলেন। তবে খবর রাখতেন এসআইআর-এর। গত ২৯ ডিসেম্বর বিএলও শুনানির নোটিশ দিয়ে যায়। তারপর থেকেই বাবা দুশ্চিন্তায় ছিলেন। আমাকেও পাঁচ তারিখে ডেকেছে।

spot_img

Related articles

তারকেশ্বর শাখায় পরিকাঠামোর কাজ, সোমবার পর্যন্ত হাওড়া শাখায় ২০ ট্রেন বাতিল!

রেলের কাজ আর তার জেরে নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবিটা বছরের পরিবর্তনেও এতটুকু বদলায় না। এবার তারকেশ্বর-হাওড়া শাখায় পরিকাঠামোগত কাজের...

SIR শুনানির হয়রানিতে মৃত্যু বৃদ্ধের: অক্সিজেনের নল নাকে শুনানিকেন্দ্রে!

নির্বাচন কমিশন না কি অসুস্থ ও বৃদ্ধদের বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করছে। আদতে সেই পরিকল্পনা নির্দিষ্ট সময়ের মধ্যে...

ভেন্যু বদল ইস্যুতে ইউ টার্ন, বিতর্কের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ইস্যুতে অবশেষে সুর নরম করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB)। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে...

পরিষেবায় একই ‘ভুল’: গুজরাটে শাহর সাংসদক্ষেত্র এলাকায় জল খেয়ে হাসপাতালে শতাধিক

ডবল ইঞ্জিন রাজ্য হলেই সেখানে 'সোনার' পরিষেবা। বাংলায় নির্বাচনের দামামা বাজাতে এসে এমনটাই দাবি করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত...