মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) ইস্যুতে অবশেষে সুর নরম করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড(BCB)। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে আইপিএলের দল থেকে বাদ দিয়েছে কেকেআর। এরপরই সংঘাত চরমে ওঠে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup) তাদের ম্যাচে সরানোর দাবি তোলে প্রাথমিকভাবে। কিন্তু ১২ ঘণ্টার মধ্যে ইউ টার্ন পদ্মাপারের ক্রিকেট বোর্ডের। আইসিসিতে(ICC) লেখা চিঠিতে ম্যাচ সরানোর কোন কথা বলা হয়নি। বরং খানিকটা সুরুর নরম করে ভারতে বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে আইপিএল (IPL) ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব টুর্নামেন্ট। সেখানে কোন ক্রিকেটারকে খেলতে দেওয়া হবে বা কোন ক্রিকেটারকে খেলতে দেওয়া হবে না তা বিসিসিআইয়ের উপরে নির্ভরশীল। কিন্তু এর সঙ্গে আইসিসি টুর্নামেন্টকে জড়িয়ে ফেললে জটিলতা বাড়তে পারে।
মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএলে খেলতে না দেওয়ায় অপমানিত, ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআইয়ের মতো শক্তিশালী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার ক্ষমতা তাদের নেই।

টি২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একমাস বাকি। ভেন্যু চূড়ান্ত হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে কলকাতাতে। এই পরিস্থিতিতে তাদের ভেন্যু বদলের দাবি যে ধোপে টিকবে না সেটা বুঝতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার উপর ভারতের মতো শক্তিশালী ক্রিকেট বোর্ডের সঙ্গে লড়াইয়ে তারা কলকে পাবে না।

বাংলাদেশ বোর্ড যতটা গর্জাল ততটা বর্ষালো না। মান বাঁচাতে আইসিসিকে একটা চিঠি দিয়েছে বিসিবি। যেখানে উল্লেখ করা হয়েছে ভারতের বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি।

এর পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সামনে ভোট, তার আগে সেখানে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে সরগরম পদ্মপার। বিতর্কের মধ্যে বিশ্বকাপে দলের নেতৃত্বে লিটনের উপর আস্থা রাখল বিসিবি।

বাংলাদেশের দলে সুযোগ পেয়েছেন, লিটন কুমার দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান শাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সইফুদ্দিন এবং শরিফুল ইসলাম।

–

–
–
–


