Tuesday, January 27, 2026

সম্প্রীতির লিট্টি-চোখা উৎসব: বিভেদের রাজনীতিকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

শুধুমাত্র বাংলা নয়, গোটা দেশে বিভেদের বিষ ছড়িয়েছে বিজেপি। তবে বাংলাতেই সেই বিষ প্রতিহত হয়েছে। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলার সম্প্রীতির পরিবেশের। সেই নজির তুলে ধরে রবিবার সূচনা হল পূর্বাঞ্চল লিট্টি চোখা ভোজ উৎসব ২০২৫। কিভাবে বর্তমান বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে সেই সম্প্রীতির পরিবেশ জারি রয়েছে উৎসবেই তুলে ধরলেন শাসক দল তৃণমূলের একাধিক নেতৃত্ব।

রবিবার লিট্টি চোখা উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বকসি, রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষ, বিধায়ক সুদীপ্ত রায়, কাউন্সিলর অয়ন চক্রবর্তী। সেই অনুষ্ঠানে বাংলার সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে সুব্রত বকসি জানান, আপনারা যেভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে আছেন এটা নিশ্চিত যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন। হয়তো ভাষার তফাৎ হতে পারে। কিন্তু বাঙালি ভাষার রাজনীতিকে পর্যুদস্থ করছে। আমি সমস্ত বিহারী মানুষদের উদ্দেশ্যে বলব, আসুন আমরা সব বিভেদ ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী করি। আরো পড়ুন:লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি নেতার তালিবানি ফতোয়া! জবাব দেবেন মহিলারাই, একহাত শশী-চন্দ্রিমা-সায়নীর

এই সম্প্রীতির পরিবেশে যেন আরও বেশি করে মনে করিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের প্রতি হওয়া অন্যায়কে। লিট্টি চোখা উৎসবে বাংলা বিরোধী সেই শক্তিকে কড়া বার্তা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি দাবি করেন, এটা বাংলার ঐতিয্য, এখানে হিন্দু-মুসলমান-শিখ সবাই এক সঙ্গে মিশে গিয়েছে। কিন্তু বিজেপি বিভাজনের রাজনীতি করছে। যারা বাইরে থেকে এসেছিলেন কেউ পড়তে এসেছিলেন, কেউ ব্যবসার জন্য এসেছিলেন, কেউ আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। তাঁরা এখন বাংলার বাসিন্দা হয়ে গিয়েছে। এখন বিজেপি ভাষা কেন্দ্রিক ভেদাভেদটা করিয়ে দিতে চাইছে। কিন্তু আমরা সেই ভেদাভেদে বিশ্বাস করি না। যে বাংলায় কথা বলছে সে বিজেপি শাসিত রাজ্যে গেলে বিজেপি বাংলাভাষীদের উপর নির্যাতনটা করবে কেন? বহুযুগ ধরে বাংলা বলেন এমন মানুষ যেমন অন্য রাজ্যে আছেন। আবার অন্য রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ এই রাজ্যে বাস করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে বাংলাবাসী মমতাকেই বন্দ্যোপাধ্যায়কেই জেতাবেন।

spot_img

Related articles

‘সাম্প্রদায়িক বিভেদ’ বিতর্কে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা শাহরুখের

বলিউডে (Bollywood Industry) কাজের ক্ষেত্রে কি ধর্ম দিয়ে বিচার করা হয়? সম্প্রতি এ আর রহমানের (AR Rahman) 'সাম্প্রদায়িক...

আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নিখোঁজ অন্তত ২৫!

আনন্দপুরের নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত আট জনের ঝলসানো উদ্ধার করা হয়েছে বলে সূত্রের...

অকাল দুর্গোৎসব: ১০৮ ফোঁটা অশ্রুজলে কুরিটে সন্ধিপুজো অষ্টাদশভূজা দুর্গার

আটপৌরে শাড়িতে মঙ্গলদায়িনী দেবী কাত্যায়নী। মাধুর্যময়ী অষ্টাদশভূজা দেবী দুর্গারই মাতৃময়ী রূপ। আমতার কুুরিটে অকাল দুর্গোৎসবে সোমবার ছিল মহাষ্টমী।...

বিয়ে ভাঙতে খরচ করলেন ৩০০ কোটি! চর্চায় ক্লার্কের কীর্তি

তারকা ক্রীড়াবিদদের বিবাহ বিচ্ছেদের খবর নতুন কোনও বিষয় নয়। পুরানো সম্পর্ক থেকে বেড়িয়ে এসে নতুন সম্পর্কে জড়ান তারকারা।...