আগেই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন সভাপতি পদ ছাড়বেন অনিকেত মাহাত। সোমবার কার্যত সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করেই WBJDF-এর বিরুদ্ধে অভিযোগ এনে সরকারিভাবেই পদত্যাগ করেলেন তিনি। পাশপাশি বন্ড এর ৩০ লাখ টাকা তোলার জন্য ক্রাউড ফন্ডিং (Crowd Funding) করবেন। সোমবার সকালে, স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে তার এসআরশিপ-এর পদত্যাগ পত্র জমা দেন। আরও পড়ুন: অভিষেকের ‘দাওয়াই’-তেই কাজ! ব়্যাম্পের ৩ ‘ভূতে’র রিপোর্ট প্রকাশ কমিশনের

মূলত জুনিয়র ডাক্তারদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই যে এই সিন্ধান্ত তা প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। এমনকী, তাঁর একসময়ের সহযোদ্ধা আসফাকুল্লা নাইয়াও স্যোশাল মিডিয়া পোস্টে অনিকেতের সিদ্ধান্তের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন। টাকা নয়-ছয়ের অভিযোগ, আইন মেনে কাজ না করার অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভাপতির পদ থেকে ইস্তফা দেন অনিকেত। শুক্রবার, সাংবাদিক বৈঠক করে জেডিএফ-এর কাজ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকী, সিনিয়র রেসিডেন্সিয়াল পোস্ট নেবেন না বলেও জানিয়েছিলেন তিনি।

–
–

–

–

–

–

–

–


