ব্রিগেডে সভা করার পরিকল্পনা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)। সোমবার, পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন হুমায়ুন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ককে বিজেপির ‘চামচা’ বলে কটাক্ষ করেন বিক্ষোভকারীরা। যেদিন হুমায়ুন ব্রিগেডে সভা করবেন, সেদিন সেখানে তাঁরা ক্রিকেট খেলবেন বলে জানান নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করা বিক্ষোভকারীরা।

৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরেই তৃণমূলের (TMC) সংঘাত প্রকাশ্যে আসে। একের পর এক ইস্যুতে শাসকদলের সঙ্গে সংঘাতে বাধে ভরতপুরের বিধায়কের। তাঁকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। ২০ ডিসেম্বর মুর্শিদাবাদে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।

৩১ জানুয়ারি বা ফেব্রুয়ারির শুরুতে ব্রিগেডে (Brigade) সভা করার পরিকল্পনা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। তার প্রস্তুতি হিসেবেই সোমবার সকালে ব্রিগেডে এসে পরিস্থিতি খতিয়ে দেখছিলেন হুমায়ুন। সেই সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান নিজেদের তৃণমূল সমর্থক দাবি করা বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বাংলার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন হুমায়ুন। বিক্ষোভকারীদের কথায়, “মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি মিথ্যে ও কুৎসা রটাচ্ছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।” আরও পড়ুন: আশুতোষ কলেজে স্টুডেন্টস উইক সেলিব্রেশন
হুমায়ুন বলেন, “কলকাতা কারও বাবার নয়। মসজিদও হবে, সমাবেশও হবেই। যার ক্ষমতা আছে, রুখে দেখাক।” পাল্টা বিক্ষোভকারীরা বলেন, যেদিন সমাবেশ করবেন হুমায়ুন, সেদিন ব্রিগেডে খেলা হবে। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে গাড়ি ঘুরি চলে যান জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা।

–

–

–

–

–

–


