Wednesday, January 7, 2026

‘দলের প্রয়োজনে…’ লিখলেন মুস্তাফিজুর, বাংলাদেশ বিতর্কে মুখ খুললেন কপিল-কীর্তিরা

Date:

Share post:

রেকর্ড দামে আইপিএল(IPL) নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কেকেআর(KKR)। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মুস্তাফিজুরকে (Mustafijur Rahaman) দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেয় বিসিসিআই। যা নিয়ে সরগরম ক্রিকেটীয় কূটনীতি। নাইটদের দল থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বাংলাদেশের তারকা বোলার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ  জেতার পর নিজেও সোশ্যাল মিডিয়ায়  মুস্তাফিজুর লেখেন, ‘দলের প্রয়োজনে কাজে আসতে পেরে ভালো লাগছে। সুন্দর অনুভূতি।’ যদিও মুস্তাফিজুর হতাশ হচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর সতীর্থ নুরুল হাসান।

নুরুল বলেন, ‘আমাদের কাছে মুস্তাফিজুর ((Mustafijur Rahaman) একজন বিশ্বমানের বোলার। তিনি দীর্ঘদিন ধরেই নিজেকে প্রমাণ করে আসছেন। সবার তাঁর উপর আস্থা আছে। তাঁর সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। মাঠে তিনি যথেষ্ট সাবলীল। তবে কেকেআর থেকে সদ্য বাদ পড়ার ফলে এখনও কিছুটা হতাশা থাকতে পারেন। বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে, মুস্তাফিজুরেরও হয়তো খারাপ লাগা আছে। একজন ক্রিকেটার সব সময় সেরাটা ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। সেটাই তাঁর প্রত্যাশা থাকা উচিত।’

এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ(Kirti Azad )বলেছেন, নিলামের তালিকায় বানিয়েছে বিসিসিআই। তারা তখন কেন ভাবেনি বাংলাদেশি ক্রিকেটারদের রাখলে কোনও বিতর্ক হবে। কেকেআরের প্রয়োজন ছিল ভালো বোলার তারা নিয়েছে, এটাই তাদের কিছু করার নেই। কিছুদিন আগেই খালেদা জিয়ার শেষকৃ্ত্যুতে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ঢাকা গিয়েছিলেন। তখন তো সমস্যা হয়নি।

কপিল দেব আবার ভারতে পেশাদার গলফ ট্যুরের সংস্থা পিজিটিআই-এর সভাপতি । এই টুর্নামেন্টে বাংলাদেশের জামাল হোসেন, মহম্মদ সিদ্দিকুর রহমান ও মহম্মদ আকবর হোসেন অংশ নেওয়ার কথা। এবার কি তাঁদেরও ‘নিষিদ্ধ’ করা হবে? এই প্রসঙ্গে বিশ্বকাপজয়ী অধিনায়ক  বলছেন, “আমরা সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কথা বলব। এখনও পর্যন্ত এই নিয়ে কোনও কথা হয়নি।”

spot_img

Related articles

নেতাই দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা মমতার, প্রণাম জানালেন অভিষেকও

নেতাই হত্যাকাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কফিনে শেষ পরেকটা পুঁতে দিয়েছিল। গুলি চালিয়ে ৯ জন গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছিল...

ঝুলি থেকে বেরোলো বিড়াল: ভেনেজুয়েলা থেকে কত তেল লুট করবেন, ঘোষণা ট্রাম্পের

আমেরিকায় মাদক বিক্রির অভিযোগ যে স্রেফ একটা ভাঁওতা ছিল মাত্র চারদিনের মধ্যে নিজেই ফাঁস করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি...

দুদিনের সফরে সিঙ্গুরে সভা প্রধানমন্ত্রীর: আলাদা গুরুত্ব নয় দিলীপের!

রাজ্য জুড়ে নির্বাচনের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা, নতুন করে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছেন প্রাক্তন রাজ্য...

আউটরাম ঘাট থেকে মেলার সূচনা: প্রস্তুতি খতিয়ে দেখতে বুধে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...