মাত্র এক মাস পর টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে ভারত থেকে ম্যাচ সরানোর দাবি তুলেছে বাংলাদেশ । বল এখন জয় শাহের কোর্টে।

ভারত থেকে বাংলাদেশের(Bangladesh) সব ম্যাচ সরানো পদ্ধতিগতভাবে অসম্ভব। কারণ বিমানের টিকিট, হোটেল সব বুক হয়ে গিয়েছে। আরও একটা সমস্যা হল নতুন করে শ্রীলঙ্কায় ম্যাচ সরালে সম্প্রচারে একটা বড় সমস্যা হবে।

ভারতে বাংলাদেশের ম্যাচ আছে ইডেন এবং ওয়াংখেড়ে।দুই মাঠে বাংলাদেশের যে চারটি ম্যাচ রয়েছে।সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় বাংলাদেশের অভিযান শুরু হওয়ার কথা ছিল। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিরুদ্ধে ম্যাচ এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ।
হিসেব, চার ম্যাচ মিলিয়ে ২ লক্ষ ২০ হাজারের উপর টিকিট বিক্রি হবে। টিকিটের দাম ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে হলে আর্থিক ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসি-র আর্থিক ক্ষতি কতটা হবে, বা আদৌ কোনও ক্ষতি হবে কি না। পুরোটাই নির্ভর করছে আইসিসি-র সিদ্ধান্তের উপর।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, একাধিক সম্ভাবনা আছে। এক , আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল রইল। বাংলাদেশ খেলতে না এলে তাদের নির্বাসিত করা হতে পারে। সঙ্গে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ। বিকল্প দল নিয়েও টুর্নামেন্ট করতে পারে আইসিসি। সব মিলিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল বাংলাদেশ।

–

–

–



