নতুন মেট্রো লাইন চালু করার পর বেহাল দশা সামনে এসেছে ব্লু লাইন মেট্রোর (Kolkata Blue Line Metro)। বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। সপ্তাহের শুরুতে ফের চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। সোমবার সকাল থেকেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে বড়সড় বিভ্রাট দেখা দেয়। পরিষেবা আংশিকভাবে ব্যাহত হওয়ায় বাতিল করা হয় একাধিক মেট্রো, যার জেরে অফিস টাইমে ভোগান্তিতে পড়তে হয় অসংখ্য যাত্রীকে। তবে যথাযথ সমস্যার কারণ ব্যাখা জরতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।

সকালে পরিষেবা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী দু’টি মেট্রো বাতিল করে দেওয়া হয়। পরে ঘোষণা করা হয়, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। একই সঙ্গে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবাও সীমিত আকারে চালু থাকবে। আরও পড়ুন: আবার জাঁকিয়ে শীত: সোমবার থেকে নতুন করে পারদ পতনের পূর্বাভাস

কিন্তু আসল সমস্যা শুরু হয় আপ ও ডাউন—দু’দিকেই কুঁদঘাট থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকার জন্য। মেট্রো না চলায় বহু যাত্রী মাঝপথেই নেমে পড়েন। নিত্যদিনের এই মেট্রো বিভ্রাট নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। একদিকে একাধিক যান্ত্রিক সমস্যা, দরজা বন্ধ না হওয়া, সঠিক সময়ে না আসা
ইত্যাদির মত সমস্যাতে প্রায়শই বিঘ্ন হচ্ছে পরিষেবা।
–

–

–

–

–

–

–


